জমির মালিকানা যাচাই করুন নাম দিয়ে

জমির মালিকানা যাচাই করার অনেক উপায় আছে। প্রথমত জমির খতিয়ান নাম্বার দিয়ে। দ্বিতীয়তো জমির দাগ নাম্বার দিয়ে। তৃত্বীয়তো জমির মালিকের নাম দিয়ে। আজকে আমরা জানবো কিভাবে জমির মালিকের নাম দিয়ে মালিকানা যাচাই করা যায়। আর এই কাজটি আপনার হাতে থাকো মোবাইল ফোন দিয়েই করে নিতে পারেন।

নাম দিয়ে জমির মালিকানা কোথায় যাচাই করবো

ভূমির মালিকানা যাচাই করার জন্য প্রথমে আপনি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে যাচাই করে নিতে পারেন। আর যদি আপনি সেখানে না পান । তবে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস থেকেও জেনে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয়। কারণ মেনুয়ালী চেক করতে গেলে প্রতিটি বইয়ের পৃষ্ঠা চেক করতে হবে।

কি ভাবে জমির মালিকান যাচাই করবো

অনলাইন থেকে মালিকানা যাচাই করার জন্য প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এবার আপনি সার্চ করুন ই পর্চা বা খতিয়ান। প্রথমে যে সাইটটি আসবে। ভূমি মন্ত্রণালয়ের সাইট দেখে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। এবং পরবর্তী সকল তথ্য পূরণ করে শেষের অপশনে এসে আপনাকে অধিকতর অপশনে ক্লিক করতে হবে। এবং সেখানে জমির মালিকের নাম লিখে সার্চ করতে হবে।

জমির মালিকানা যাচাই করুন

অনলাইনে না পেলে করণীয়

যদি আপনি অনলাইন থেকে ভূমির মালিকানা যাচাই করতে না পারেন। তবে আপনি আপনার নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে মালিকের নাম দিয়ে আপনি মালিকানা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে খোজতে হবে। আর খেয়ার রাখতে হবে আপনি যে নাম দিয়ে মালিকানা খোজছেন। সেই নাম রেকর্ডে ছিলো কিনা। অবশ্যই আপনি আপনার নামের সঠিক বানান দিয়ে খোজতে হবে।

আরো পড়ুন আর এস পর্চ ডাউনলোড করবেন কিভাবে

কি কি লাগবে

মালিকানা তল্লাশির জন্য তেমন কোনো ডকুমেন্ট লাগবেনা। তবে অনলাইনে থেকে কোনো কপি সংগ্রহ করতে চাইলে আপনার ভোটার আইডি কার্ড এবং একটি মোবাইল নাম্বার দিতে হবে। এবং সরকারী ফি 100 টাকা প্রদান করতে হবে। সেটা আপনি বিকাশ, নগদ, রকেট সহ যেকোনো অনলাইনে ব্যাকিং এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

ইতিকথা

পরিশেষে বলতে চাই অনলাইনে খতিয়ান যাচাই এবং মালিকানা যাচাইয়ের নিয়ম একই। যদি আপনি জমির দাগ অথবা খতিয়ান না জানেন। বা আপনি সংগ্রহ করতে না পারেন। সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে জমির মালিকানা খোজ করে নিতে পারেন। এবং অনলাইন থেকে আপনি একটি কপিও সংগ্রহ করে রাখতে পারেন। শুধুমাত্র সরকারি ফি প্রদান করার মাধ্যমে।

Scroll to Top