নামাজের সময় সূচি সেহরি ও ইফতার সহ

নামাজের সময় সূচি গুরত্বপূন্য একটি বিষয়। প্রত্যেক মুলসলামানের উপর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরয। আর এই প্রতি ওয়াক্ত নামাজের রয়েছে নির্দিষ্ট সময় সিমা। ওয়াক্ত মতো নামাজ আদায় না করলে সে নামাজ কাযা হবে।

আজকের এই আর্টিক্যাল এর মাধ্যমে নামাজের সময় সূচি সেহরি ও ইফতারের বিষয় বিস্তারিত জানবো।

সেহরি ও ইফতারের সময় সূচী ২০২৫

নামাজের সময় সূচি মার্চ মাসের জন্য

বিঃদ্র:- উপরে বর্নিত নামাজের সময় সূচি ঢাকার জন্য। রাজশাহী, রংপুর, ফরিদপুর, ও যশোরের জন্য ৫ মিনিট বাড়াতে হবে। সিলেট, কুমিল্লা ফেনীর জন্য ৪ মিনিট এবং চট্টগ্রামের জন্য ৫ মিনিট কমাতে হবে।

আরো পড়ুন

মাহে রমজানের হাদিয়া-2025 মৌলভীবাজার জেলার জন্য প্রযোজ্য

রহমতের ১০ দিন

মাগফিরাতের ১০ দিন

নাজাতের ১০ দিন

রোজার নিয়্যাত

নাওয়াইতুন আন-আছুমা গাদাম মিন শাহরি, রামাদ্বানাল মোবারক, ফারদাললাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি, ইন্নাকা আনতাস সামিউল আ’লিম। অর্থ- আমি রামাদ্বান মাসের আগামী কালের রোযা রাখার নিয়ত করিলাম। হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবনশীল এবং জ্ঞানী।

ইফতরির দোয়া

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়াআ’লা রিজখিকা, আফতারতু বি রাহমাতিকা, ইয়া আরহামার রাহিমিন। অর্থ- হে আল্লাহ, আমি তোমার জন্য রোযা রেখেছি এবং তোমার রিযিক দ্বারা ইফতার করেছি।

Scroll to Top