এস এ খতিয়ান অনলাইনে পাওয়া যায়। কিভাবে আর কোথায় পাবেন আজকের আলোচনা সেই বিষয়ে। এস.এস মানে ষ্টেইট একুজিয়েশন আর এসই কাগজটি গুরত্বপূণ্য একটি নথি। আজকে আমারা জাননো কিভাবে এই নথি ঘরে বসে সংগ্রহ করা যায়।
এস.এ খতিয়ান বা ছাপন্নের রেকর্ড কিংবা এস.পর্চা। সবগুলোই একি জিনিস। তবে এই নথিকে ভিন্ন ভিন্ন জন্য ভিন্ন ভিন্ন নামে জানে। জমির মালিকানা যাচাই করার ক্ষেত্রে পায় সময় এই কাগজটি আমাদের প্রয়োজন পরে।
কিন্তু পুরাতন নথি হওয়ার কারনে প্রায় সময় এই কাগটি মিসিং হয়ে যায়। বা আমরা বিভিন্ন কারণে হারিয়ে ফেলি। আজকের এই আর্টিক্যাল দ্ধারা জানতে পারবেন । কিভাবে ঘরে বসে এই নথি সংগ্রহ করেতে পারেন খুব সহজে। কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এস এ খতিয়ান এর ইতিহাস
এস.এ পর্চা বা এস এ খতিয়ান এর ইতিহাস আমাদের সকলের কমিবেশি জানা। যেহেতু আপনি এস এ খতিয়ানের ইতিহাস লিখে সার্চ করেছেন। তার মানে আপনি একটি বিস্তারিত জানতে চান।
এস এ দুটি ইংরেজি বর্ণ । আর এর পূর্ন রুপ হলো State Acquisito। যার বাংলা অর্থ হলো- রাষ্ট্র অধিগ্রহন। এবার আসি কবে কখন হয়েছিলো এই বিষয়ে। 1950 সনে রাষ্ট্রিয় অধিগ্রহন আইনের ২৭ হতে ৩১ ধারা অনুযায়ী তথকালিন সময়ে ১৯৫৬ থেকে ১৯৬৩ সন পর্যন্ত দীর্ঘ আট বছরে জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করা হয়ে ছিলো সেটাকে এস.এ খতিয়ান বা পর্চা বলা হয়।
ইহিহাস হলো সরকার কর্তৃক ১৯৫০ সনে জমিদারি প্রতা ভাঙ্গাঁর জন্য যে অধিগ্রহণ ও প্রজা স্বত্ব আইন জারি করা হয়ছিলো সেটা। এই খতিয়ানকে আবার আমরা আরো দুই ভাবে ছিনি। সেটা হলো ছাপ্পান্নের রেকর্ড কেউ বলে ৬২ এর পর্চা। যাই বলেন বিষটা একই। এস এ খতিয়ান । আর এখন এই এস এ খতিয়ান অনলাইনে পাওয়া যায়।
আরো পড়ুন:– এস এ রেকর্ড কি এবং কেন
এস এ খতিয়ান অনলাইনে কিভাবে দেখতে হয়
এস খতিয়ান বা পর্চা অনলাইনে দেখার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি বাউজান ওপেন করতে হবে। তার পর্চা সার্চ করুন এস এ খতিয়ান বা এস পর্চা। সেখান থেকে land gov bd এর সাইটি ভিজিট করুন। সেখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন। এবার আপনাকে নিচের ছবির মতো একটি পেইজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি সকল তথ্য পূরণ করুন।
আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্গিত এস.এ খতিয়ান। আর আপনি যদি বলেন এখানে পড়ে আবার অন্য জায়গায় সার্চ করবো কেনো। তাহলে একটু কষ্ট করে নিচের এস খতিয়ান সংগ্রহ করুন লিখার উপরে ক্লিক করুন। তাহলে এখান থেকেই সোজা খতিয়ানের পেইজে চলে যাবেন।
এস এ খতিয়ান অনলাইন কপি সংগ্রহ
উপরে দেয়া এস এস খতিয়ান অনলাইন কপি সংগ্রহ করার জন্য আপনি খতিয়ান অপশন থেকে অনলাইন কপি সিলেক্ট করে দিলেই হবে। আর যদি সার্টিফাইড কপি সিলেক্ট করেন। তাহলে আপনি ডাকযোগে অথবা নির্দিষ্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে।
আর এস এ খতিয়ান অনলাইন কপি সংগ্রহ করার লিংক উপরে দেয়া আছে। এস খতিয়ান সংগ্রহ করুন সবুজ লিখাটির উপর ক্লিক করলেই আপনি এস খতিয়ান অনলাইনে পেয়ে যাবেন।
এস এ খতিয়ান পিডিএফ ফাইল কিভাবে সংগ্রহ করবো
এস এ খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে মানে আপনি সেটা পিডিএফ ফাইলই পাবেন। তবে আপনি চাইলে পরবর্তীতে আপনার সুবিধা মতো যেকোনো ফর্মেটে রুপান্তরিত করতে পারেন। আর পিডিএফ ফরমেটে এস এ খতিয়ান অনলাইন থেকে সংগ্রহ করুন জন্য https://dlrms.land.gov.bd এই লিংক থেকে সংগ্রহ করতে হবে।
অনলাইন থেকে এস এস খতিয়ান নিতে কত টাকা লাগে
এস এ খতিয়ান অনলাইন থেকে সংগ্র করুন। আর অফলাইন । সব জায়গায় আপনাকে নির্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে। আর আপনি যদি অনলাইন থেকে সংগ্রহ করতে চান ।সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ১০০ টাকা ই পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
কি কি লাগবে এস এ খতিয়ান অনলাইনে পেতে হলে
উপরে একটি বিষয় বলেই দিলাম ১০০ টাকা লাগবে। সাথে আরো কিছু বিষয় লাগবে। যেমন আপনার একটি মোবাইল নাম্বার , আপনার ভোটার আইডি কার্ড । আর অবশ্যই আপনার মৌজার নাম জানা থাকতে হবে। জমির খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার জানা থাকতে হবে। যদি আপনি দাগ বা খতিয়ান না জানেন তবে খতিয়ানের মালিকের নাম অথবা পিতার নামে লিখে সার্চ করতে পারেন।
শেষকথা
খতিয়ান বা পর্চা একই জিনিস। আমি চেষ্টা করেছি আপনাকে সে বিষয়ে বিস্তারিত জানাতে। এ বিষয়ে আরো পোষ্ট আমাদের সাইটে রয়েছে। আপনি চাইলে আমাদের বাকী পোষ্ট গুলো থেকে আপনার জানার বিষয়টি জেনে নিতে পারেন। একটি আর্টিক্যালে সকল বিষয় সব সময় তুলে ধরা যায়না। তাই আলাদা আলাদা ভাবে লিখা হয়ে থাকে।
লিখটি আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে আরো কোনো নতুন বিষয় নিয়ে । আল্লাহ হাফেজ।