সরকারি চাকরির খবর নিয়ে অজস্র পোষ্ট আর বিজ্ঞপ্তি চোখে পড়লেও আপনার কাজে আসছেনা। কারণ তার মধ্যে বেশির ভাগ দেখা যায় পুরোনো কিংবা ভূয়া নিউজ। তবে আজকে আপনি আর হতাশ হচ্ছেন না। কেনো বল্লাম পুরোটা পড়লে অবশ্য বুঝতে পারবেন। বুঝাতে গিয়ে আমি কথা বাড়াতে চাইনা।
কষ্ট হলেও পড়ুন। হয়তো এই আর্টিক্যালটি আপনার কাঙ্কিত চাকরির দরজায় পৌচে দেবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
কিভাবে বুঝবেন সরকারি চাকরির খবর সত্য নাকি ভূয়া
প্রথমেই বলেছি কষ্ট করে পড়তে হবে। সরকারি চাকরির খবর জানার জন্য বা খোজার সময়। কিভাবে বুঝবেন এটা সত্য নাকি ভূয়া। সবার আগে আপনাকে এই টেকনিকটা শিখতে হবে। নতুবা আপনি সারা জিবন চাকরি খোঁজেই যাবেন। আপনার চাকরি দরজা আর খুলবে না।
চাকরি খবর দেখার পরে শুরুতেই দেখতে হবে সংবাদ কে প্রচার করচে। মানে প্রকাশক কম্পনী বিস্বত্ব কিনা। মানে আপনি যে সাইটে সরকারি চাকরির খবর দেখছেন এই সাইট বিশ্বাস যোগ্য কিনা।
তার পর আপনি দেখুন যে সংস্থা বা কোম্পানীর সার্কুলার প্রদান করা হয়েছে। সেই কম্পানীর অফিসিয়াল সাইটে এটা প্রকাশ করা হয়েছে কিনা। আপনি চাইলে নানা ভাবে এটা চেক করতে পারেন। প্রশ্ন হয়তো কিভাবে ? চলুন নিচে একটা উদাহরণ প্রদান করি।
মনে করেন গ্রামীন ফোন কোম্পানী নতুন করে নিবে কিছু সংখ্যক ফ্লিড অফিসার। এই শিরোনামে আপনি একটি সংবাদ দেখলেন। তখন সাথে সাথে আবেদনে না যেয়ে আপনি যাচাই শুরু করুন। প্রথমেই আপনি গ্রামীণ ফোনের অফিসিয়াল সাইটে ভিজিট করুন। তার পর তাদের অফিসিয়াল ফেইজবুক প্রোফাইল দেখুন।
যদি তাদের সাইটে বা প্রোফালে এটার কোনো ইঙ্গিত বা পোষ্ট থাকে। তবে সেটা সঠিক । অন্যতায় আপনি চাকরির আবেদন করবেন ঠিকি কিন্তু আপনার চাকরি হবেনা। কারণে আপনি মরা গাছে পানি দিচ্ছিলেন।
সরকরির চাকরির কি কি আছে এখানে
ব্যাংক জব কিংবা প্রাইমারি শিক্ষক। ফায়াস সার্ভিস থেকে শুরু করে যেকোনো বাহিন। সেনা বাহিনী অথবা নৌবাহিনী। তাছাড়া পুলিশ নিয়োগ সহ প্রায় সকল সরকারি চাকরির সঠিক খবর পাবেন এখানে । চাকরির খবর মানে সকল চাকরির খবর এর সঠিক নিউজ পাবেন। কথা না বাড়িয়ে চলুন আসল কাজে আসা যাক। সরকারী সকল চাকুরির খবর দেখতে এখানে ক্লিক করুন।
সরকারি চাকরির খবর কোথায় পাবো
সরকারি চাকুরির জন্য অনলাইন অনেক ওয়েব সাইট রয়েছে। তবে আমি বলবো তার পাশাপাশি আপনি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পড়ুন। কারণ অনলাইনে আপনি যদি সার্চ করতে না জানেন। তবে আপনি ভূল সাইটে সময় নষ্ট করবেন। কাজের কাজ কিছুই হবেনা। তাই অনলাইনের পাশাপাশি সাপ্তাহিক চাকরি পত্রিকা পড়ুন।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা- ২০২৫
তারিখ- ০৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ।
২৬ বৈশাখ ১৪৩২ বাংলা।
১০ জিলকদ ১৪৪৬ হিজরী। মূল্য-১০ টাকা মাত্র।





বর্তমানে চলমান চাকুরি ও পদ সংখ্যা
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর- পদ সংখ্যা ৭৬
জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ। পদ সংখ্যা ৫৩ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পদ সংখ্যা ৬৬২ জন।
বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন। পদ সংখ্যা ৩৯ জন।
বাংলাদেশ মৎস উন্নয়ন কপোরেশন। পদ সংখ্যা ৩৮ জন।
আপনি চাইলে এই চাকুরি গুলোতে ট্রাই করতে পারেন। আপনার যোগ্যতা আর বয়স সিমার সাথে যে চাকরিটা যায়। সেটায় আপনি আবেদন করুন।
সরকারি চাকরির খবর কোথায় পাবো
সরকারি চাকরি খবর জানার জন্য বর্তমানে অনেক মাধ্যম রয়েছে। উপরে কিছুটা আলোচনা করেছি সে বিষয়ে। অনলাইন অফলাইন পত্রিকায় দেখতে পারেন। তাছাড়া বর্তমানে চাকরির খবর এর জন্য ভিবিন্ন এপ্লিকেশন রয়েছে। আপনারা দেখতে পারেন।
চাকরির খবর সঠিক না ভূয়া সেটা কি ভাবে বুঝবো
বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েব সাইট রয়েছে। তাছাড়া সোস্যাল মিডিয়ায় একটু ঘাটাঘাটি করলেই বিষয়টি বুঝতে পারবেন। এর পরেও আমি সহজ কিছু ধারনা দিচ্ছি।
চাকরির খবর দেখার পর আপনি দেখবেন আবেদন প্রক্রিয়া কিভাবে। যদি অফলাইনে হয় তাহলে বিষয়টি একটু ভালোভাবে খতিয়ে দেখেন। তাছাড়া যে প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েব সাইট দেখুন। এবং তাদের সোস্যাল মিডিয়া ঘুরে দেখুন।
শেষকথা
সরকরি চাকরির খবর নিয়ে বর্তমানে অনলাইনে ভিবিন্ন ওয়েব সাইটে পোষ্ট করা হয়। তাই আবেদন করার পূর্বে বিষয়টা একটু ভালো করে দেখে নিবেন। কারণ চাকরির নামে বর্তমানে অনেকেই প্রতারিত হচ্ছেন।
তাই প্রতারিত হওয়ার পূর্বে সতর্ক হোন। ভালো থাকুন সুস্থ থাকুন । দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে । আল্লাহ হাফেজ।