জেনে নিন কিভাবে উত্তরাধিকার খাজনা প্রদান করবেন

উত্তরাধিকার খাজনা প্রদান নিয়ে নানা ঝামেলায় পরতে হয়। কারণ আমাদের প্রায় ভূমি পিতা-মাতা বা দাদার নামে রেকর্ড থাকে। আর যদি তারা জীবিত না থাকেন। কিংবা তাদের ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিভাবে খাজনা প্রদান করতে হয়। সে বিষয় আমাদের অনেকেরই অজনা।

আর এই বিষয়ে জানা না থাকার কারণে পড়তে হয় না সমস্যায়। তাই আজকের এই আর্টিক্যালে উত্তরাধিকার খাজনা কিভাবে প্রদান করবেন। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

উত্তরাধিকার খাজনা কি ?

যদি আপনার জমি আপনার বাবার নামে রেকর্ড থাকে আর এই জমির খাজনা প্রদান করতে চান। তাহলে আপনাকে উত্তরাধিকার হিসাবে খাজনা প্রদান করতে হবে। নতুবা আপনি খাজনা প্রদান করতে পারবেন না। কারণ বর্তমানে রেকর্ডীয় মালিকের নামের সাথে যদি নিবন্ধিত একাউন্টের নাম মিল না হয়। তাহলে খাজনা প্রদান করা যায় না।

তাই যদি উত্তরাধিকার খাজনা প্রদান করতে চান । তবে আপনি রেকর্ডীয় মালিকের উত্তরাধিকার হিসাবে খাজনা প্রদান করতে হবে।

আরো পড়ুন:- কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হয়

উত্তরাধিকার খাজনা দিতে কি কি লাগবে

উত্তরাধিকার খাজনা প্রদান করতে তেমন কিছু লাগবে না। শুধু উত্তরাধিকার সনদ থাকলেই হবে। কারণ আপনি যখন উত্তরাধিকর হিসাবে খাজনা প্রদান করতে হলে। আপনাকে উত্তরাধিকার সনদ সংযুক্ত করে দিতে হবে। তাই আবেদনের পূর্বে অবশ্যই সনদটি স্কেন করে রাখবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ফাইলে সাইজ যেন এক এমবি পি এস এর মধ্যে থাকে। উত্তরাধিকার খাজনা কিভাবে প্রদান করবেন সে বিষয়ে আরো বিস্তারিত নিচে বর্ণনা করা হলো।

আবেদন প্রক্রিয়া প্রায় একই । প্রথমে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট থেকে আপনাকে নিবন্ধন করে নিতে হবে। এবং যিনি উত্তরাধিকার হবেন উনার এই আইডি ভেরিফিকেশন করে নিতে হবে। এবার খতিয়ান থেকে আবেদন গিয়ে সকল তথ্য প্রদান করে নিজে উত্তরাধিকার অপশনটি সিলেক্ট করুন। উত্তরাধিকার খাজনা কিভাবে প্রদান করবেন প্রান করবেন সেটা নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না।

এবার খতিয়ানের মালিকের নাম লিখুন । আপনি যার উত্তরাধিকার হবেন তাঁর নাম লিখুন। এবং খতিয়ানের মালিকের পিতার নাম লিখুন। এবার আপনার সাথে সম্পর্ক কি সেটা লিখুন। সবশেষে সনদটি সংযুক্ত করে সরক্ষন করুন।

খাজনার জন্য নিবন্ধন কিভাবে করবো

খাজনার জন্য নিবন্ধন করার জন্য সাইটে আর্টিক্যাল দেয়া আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন। অথবা নিচে নিবন্ধন করুন লিখার উপর ক্লিক করে সরাসরি নিবন্ধন করে নিতে পারেন।

মনে রাখবেন পূর্বে নিবন্ধনদিত নাম্বার দ্বারা একাউন্ট খোলা যাবেনা। এক ভোটার আইডি কার্ড দ্বারা একাধিক একাউন্ট খোলা যাবেনা। উত্তরাধিকার খাজনা কিভাবে প্রদান করবেন সে বিষয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না।

নতুন একাউন্ট নিবন্ধন করুন

উত্তরাধিকার খাজনা বা নিজ নামের খাজনা । কিংবা প্রতিনিধি পেমেন্ট যাই বলুন। মূল কথা হলো খাজনা। আর এই খাজনা প্রদান করতে হলে বর্তমানে অনলাইন ছাড়া আর কোনো মাধ্যম নাই। আর অনলাইনে খাজনার দিতে হলে। আপনার অনলাইন নিবন্ধন থাকতে হবে। আর যদি আপনি নিজের নামে কোনো একাউন্ট করে থাকেন। তাহলে কাজটা সহজ।

শুধু অপশন সিলেক্ট করবেন। যদি খতিয়ানের মালিক আপনি নিজে হোন। তবে নিজ অপশন সিলেক্ট করুন। যদি আপনি উত্তরাধিকার হোন । তাহলে উত্তরাধিকার ঠিক মার্ক করুন। যদি আপনি অন্যের নামের খাজনা দিতে চান । তবে আপনি প্রতিনিধির পেমেন্ট সিলেক্ট করুন।

ইতিকথা

আজকের এই আর্টিক্যালে আমরা জানতে পেরেছি। কিভাবে উত্তরাধিকার হিসাবে খাজনা দিতে হয়। পাশাপাশি আমারা আরো জানতে পেরেছি। প্রতিনিধি ও নিজের খাজনা কিভাবে প্রদান করতে হয়। আরো জানতে আমাদের সোসাল মিডিয়া ফলো করুন। পোষ্ট আপনার উপকারে আসলে অন্যকে শেয়ার করুন।

Scroll to Top