উত্তরাধিকার গুরুত্ব একটি বিষয়। স্বীয় পিতার-মাতার মৃত্যুতে, ভাই-বোনদের মধ্যে কে কতটুকু অংশের মালিক হবে রেখে যাওয়া সম্পত্তির, এ বিষয় জানা একান্ত প্রয়োজন। আমরা প্রায়শই এ বিষয়ে সমস্যায় পড়ি। আজ আমারা উল্লেখিত বিষয়ে বিস্তারিত জানবো। আমরা জানবো কি ভাবে বন্টিত হয় প্রতিটি সম্পত্তি । সেটা হতে পারে সোনা, রুপা, নগদ টাকা অথবা আপনার পূর্ব পূরুষের রেখে যাওয়া জমিজমা। আশাকরি আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন তবে এ বিষয়ে আপনার সকল প্রশ্নে উত্তর পেয়ে যাবেন।
উত্তরাধিকার কি
কারো অনুপস্থিতে তার রেখে যাওয়া সম্পদ বা তার স্থানে কে কতটুকু অংশিদার হবে, সেই বিষয়টি হচ্ছে উত্তরাধিকার। আরেকটু সহজ ভাষায় বললে, কোনো পিতার মৃত্যুতে তার ভূমি কিংবা নগদ অর্থ যার মালিক তিনি ছিলেন । এই সম্পত্তির ভাগ বন্টন কি ভাবে হবে সে বিষয়টি নির্ধারণ করে দেয় আলোচিত বিষয়টি। আমরা জানতে পারি কে হবে পিতার অবর্তমানে রেখে যাওয়া সম্পদের পরবর্তী অংশিধার।
কে হবে পিতার-মাতার উত্তরাধিকারমানুষ
মরণশীল প্রাণী । পৃথিবীতে কেউ চিরদিন বাচঁতে পারেনা । কিন্তু মানুষের রেখে যাও সম্পত্তি থেকে যায়, যদিও মালিকানার পরিবর্তন হয়। যার ফলে আমাদের সমাজে উত্তরাধিকার নিয়ে অনেক ঝামেলা হয় । এই বিষয় নিয়ে আর আশাকরি ঝামেলা হবেনা। বাংলাদেশ সরকার এ বিষয়ে নানান পদক্ষেপ নিয়েছে। পিতার অবর্তমানে বা মা-বাবা মারা গেলে তাদের রেখে যাওয়া সম্পদের মালিক হবে তাদের ছেলে-মেয়ে। যদি ছেলে-মেয়ে না থাকে তবে বাবার ভাইয়ের সন্তানগণ। এ বিষয়ে সরকারি এবং ধর্মীয় আইন রয়েছে। আপনি আরো ভালো করে জেনে নিতে পারেন।
আত্ববিশ্বাসের সাথে জেনে নিন সম্পত্তির হিসাব
জমি-জমা নিয়ে কোনো জ্ঞান না থাকলেও আপনি এখন থেকে আত্ববিশ্বাসের সাথে নিজের সম্পদের হিসাব করে নিতে পারবেন। চাইলেই আপনি যে কারো উত্তরাধিকার হিসাব কষে দিতে পারেন মুহুর্তের মধ্যে । যার জন্য আপনাকে কোনো ঝামেলা পুহাতে হবে না।কি ভাবে এই কাজটি করবেন সে বিষয়টি বিস্তারিত সহজ ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমি লিংক নিচে দিয়ে দেবো যাতে আপনি এক ক্লিকে এর হিসাব করে নিতে পারেন।
এক ক্লিকে জেনে নিন আপনার বাবার সম্পত্তির কতটুকু অংশের মালিক আপনি
আপনার পিতার রেখে যাওয়া সম্পত্তি যাই হোক না কেনো । আপনিতো কিছু অংশের মালিক। এবার চিন্তা করছেন কতটুকু আপনি পাবেন। আর আপনার ভাই-বোন কতটুকুর অংশিধার। হতাশ হওয়ার কিছুই নেই। নিচের লিংকে ক্লিক করুন আত্ববিশ্বাসের সাথে হিসাব করুন আপনার পিতার রেখে যাওয়া জমিজমার হিসাব।
এখানে উত্তরাধিকার.docxউপরের ছবিটি লক্ষ্য করুন একি ভাবে আপনি আত্বীয় স্বজন দের তালিকা ঠিক করুন। তারপর আপনি আপনার নির্দিষ্ট সম্পত্তির বিবরণ দিন। সেটা হতে পারে টাকা, জমিজমা, সোনা-রুপা ইত্যাদি। সবকিছু ঠিকমতো দেওয়া হয়ে গেলে এবার ফলাফলে ক্লিক করুন।ফলাফল দেখুন নিজ চোখে । এটা আপনি এখন যে কাউকে দেখাতে পারেন আত্ববিশ্বাসের সহিত । কারণ এখানে কোনো রকমের ঝামেলা নেই এই বন্টন অস্বীকার করার কোনো সুযোগ। কারণ এই সাইট বাংলাদেশ সরকারের অধিনস্ত। উত্তরাধিকারী.বাংলা ওয়েবসাইটটি দেখুন।
আরো পড়ুন: ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি
প্রশ্ন উত্তর
- প্রশ্ন- পিতার সম্পত্তির কতটুকু ছেলে পাবে।
- উত্তর:- উপরে দেয়া লিংকে থেকে দেখে নিতে পারেন। এটা সঠিক ও নির্ভূল বটে।
- প্রশ্ন:- পিতার সম্পদে মায়ের অংশ আছে কি ?
- উত্তর:- হ্যা । পিতার সম্পদে মায়ের একটা অংশ থাকে ।
- প্রশ্ন:- স্বামীর সম্পদে কতটুকুর মালিক স্ত্রী হতে পারেন ?
- উত্তর :- উত্তধিকার এ্যাপস থেকে স্ত্রী লিখাটিতে ঠিক চিহ্ন দিন সটিক হিসাব পেয়ে যাবেন।
- প্রশ্ন:- পিতার সম্পদে মেয়েদের অংশ আছে কি না ?
- উত্তর:- হ্যা পিতার অবশিষ্ট সম্পদে মেয়েদের অংশ রয়েছে।
ইতিকথা
পরিশেষে যে কথাটি বলতে চাই, উত্তরাধিকার হিসাব করতে হলে, এই এ্যাপসটির সঠিত ব্যবহার আপনাকে জানতে হবে। এ বিষয়ে চাইলে অনলাই থেকে আপনি আরো জেনে নিতে পারেন। কারণ এ বিষয়ে অনেক আর্টিকেল রয়েছে । যদি পোষ্টটি আপনার উপকারে আশে তবে অন্যদের শেয়ার করতে ভূলবেন না। আরো জানতে আমাদের সোসাল মিডিয়ায় ফলো করতে পারেন । কোনে প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন।