কি কি লাগবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে

ভূমি উন্নয়ন কর প্রদান করতে কি লাগবে। কোন বিষয় গুলো ছাড়া আপনি খাজনা দিতে পারবেন না। কোন ভূল গুলো করলে আপনি খাজনা দিতে ঝামেলায় পড়বেন। আজা আমি ভূমি উন্নয়ন কর প্রদান করতে কি কি লাগবে সে বিষয় গুলো বলবো। কারণ বিষয় গুলো আপনার জানা প্রয়োজন।

খাজনা দিতে কি লাগবে

খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে অবশ্যই আপনাকে রেকর্ডীয় মালিক হতে হবে। অথবা রেকর্ডিয় মালিকে উত্তরাধিকার হতে হবে। অন্যতায় আপনি খাজনা বপরিষোধ করতে পারবেন না। কোন বিষয় গুরো লাগবে নিচে দেওয়া হলো।

  • খতিয়ান বা পর্চা লাগেবে।
  • রেকর্ডিয় মালিকের ভোটার আইডি কার্ড লাগবে।
  • আপনার একটি সচল মোবাইল ও সিম কার্ড থাকতে হবে।
  • অবশ্যই আপনাকে ভূমি মন্ত্রণালয়ের সাইট থেকে নিবন্ধন করতে হবে।

আরোপড়ুন কি ভাবে খাজনা দিবেন

খতিয়ান বা পর্চা কেন লাগবে

ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে খতিয়ানের প্রয়োজন হয় । কারণ খতিয়ানের মাধ্যমে দেখা হয়,উক্ত জমির রেকর্ডিয় মালিক কে? এবং আপনার খতিয়ানে কতটুকু জমি আছে। জমির রকম বা ধরন কি । এইসব বিষয় খতিয়ান দ্বারা নিশ্চিত করা হয়। তাই আপনি যখনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাইবেন, তখন অবশ্যই জমির খতিয়ান সাথে থাকতে হবে। আর যখন আবেদন করবেন তখন অনলইনে এই খতিয়ানটি আপলোড করতে হবে।

পর্চা ডাউনলোড

রেকর্ডীয় মালিকের ভোটার আইডিকার্ড কেন লাগবে

রেকর্ডীয় মালিকের ভোটার আইডিকার্ড কেন লাগবে ? এর উত্তর অনেক গুলো হতে পারে। তবে আমি আপনাকে এর আগে একটি প্রশ্ন করতে চাই। সেটা হলো আপনি কেন আপনার ভোটার আইডি কার্ড দেবেন না। যদি আপনার ভোটার আইডিকার্ড না থাকে তবে আপনি পাসপোর্ট বা অন্য ডকুমেন্ট দিয়ে কাজ করেন। এবার আপনার উত্তরে আসি। কারণ স্মার্ট ভূমি সেবার মধ্যমে আপনাকে ঘরে বসে আপনার জমির সব হিবাস দেখার সুযোগ করে দিতে যাচ্ছে। তাই আপনার নিজ বা রেকডীয় মালিকের তথ্য প্রদান করতে হবে।

মোবাইল ও সিম কার্ড থাকতে হবে কেন

ভূমি উন্নযণ কর প্রদান করতে মোবাইল ও সিম কার্ড থাকতে হবে, কারণ স্মার্ট সেবা বিষয়টির সাথে এই দুইটি বিষয় জড়িত। তাছাড়া আপনি যখন অনলাইনে নিবন্ধন করতে চাইবেন তখন আপানার মোবইলে অটিপি আসবে। আর এই অটিপি ছাড়া আপনি নিবন্ধন করতে পারবেন না। উপরে উল্লেখিত বিষয় গুলো ঠিক থাকলে আপনি কাজ শুরু করতে পারেন।

মূলকথা

বর্তমান সময়ে অনলাইন ছাড়া ভূমি উন্নয়ন কর বা খানজা দেয়া যাবে না। সুতরাং আপনাকে অনলাইনে নিবন্ধন করে খাজনা প্রদান করতে হবে। তাই ভূমি উন্নয়ন কর প্রদান করতে কি কি লাগবে সে বিষয় আমাদের জানা প্রয়োজন।

Scroll to Top