নাগরিক কর্ণার Nagorik Kornar কি

নাগরিক কর্ণার Nagorik Kornar হলো ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটের একটি অংশ যা ভূমির মালিক বা বাংলাদেশ সহ যে কোনো দেশ থেকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লগিং করা যায় । মূলত এই অপশনটি ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য দেয়া হয়েছে। জমির মালিক যে কোনো জায়গা থেকে তার জমির খাজনা বা খর প্রদান করার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি সুযোগ করে দিয়েছে। যাতে কোনো মানুষ ভূমির কর পরিশোধ করতে গিয়ে দালাল বা অসাধু ব্যক্তির পাল্লায় না পরে। নিচে আরো বিস্তারিত আলোচনা করা হলো।

নাগরিক কর্ণার কোথায় পাবো


বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সাইট এই লিংকে ভিজিট করে নিচে দেয়া পিকচারের মতো একটি পেইজ ওপেন হবে। এবং অফিস লগিং ও নাগরিক কর্ণার এর মধ্যে আপনি নাগরিক কর্ণারে Nagorik Kornar কিল্ক করুন। তার পর আপনাকে সকল সেবা দেখানো হবে। মানে আপনার সামনে সকল সার্বিস পদর্শিত হবে। এবং আপনি চাইলেই এর যে কোনো সুবিধা নিতে পারেন।

নাগরিক কর্নারে কি কি সুবিধা পাওয়া যায়

স্মার্ট ভূমি সেবায় নাগরিক বা ভূমি মালিকদের জন্য রয়েছে অনেক সুবিধা। যে কোনো ইউজার নির্দিষ্ট নিয়ম মেনে সকল সুবিধা ভোগ করতে পারবে। নাগরিক কর্ণার এর আপনি যে সকল সুবিধা পাবেন তা নিম্নে দেওয়া হলো। নাগরিক সেবা কর্ণার

কেন নাগরিক কর্ণার ব্যবহার করবো? কারণ হলো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় সুবিধা নাগরিক এখান থেকে পেয়ে যাবেন।

যা থাকছে নাগরিক কর্ণার সেবায়

  • ১। ডিজিটাল লেন্ড রেকর্ড বা ই নামজারি
  • ২। ভূমি উন্নয় কর
  • ৩। ডিজিটাল লেন্ড রেকর্ড
  • ৪। আর.এস খতিয়ান
  • ৫। মৌজা ম্যাপ
  • ৬। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা
  • ৭। উত্তরাধিকার অ্যাপ
  • ৮। হট লাইন নাম্বার ( ১৬১২২ )
  • ৯। উত্তরাধিকার সনদের আবেদন
  • ১০। অনলাইন শুনানি
  • ১১। ভূমি তথ্য ব্যাংক
  • ১২। মানব সম্পদ ব্যবস্থাপনা
  • ১৩। মর্টগেজ তথ্য যাচাই

উল্লেখিত বিষয় গুলোর কিছু সেবার সাথে আমরা পরিচিত আছি। আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। হয়তো এই বিষয় গুলো আপনার অজনা। অথবা আপনি নতুন কোনো তথ্য পাবেন আমাদের মাধ্যমে।

ডিজিটাল লেন্ড রেকর্ড কি

ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি সেবার মাধ্যমে বাংলাদেশের সকল জমির মালিকদের দীর্ঘদিনের ইচ্ছা পূরন করেছে। যেমন ঘরে বসে যেকোনো যায়গা থেকে জমির পর্চা বা খতিয়ান সংগ্রহ করা, ভূমি উন্নয়ন কর প্রদান করা সহ আরো নানান সুবিধা। আর এই সব সুবিধার মধ্যে ডিজিটাল লেন্ড রেকর্ড রয়েছে। এর কাজ হলো জমির খতিয়ান অনুসন্ধান করা। আর নাগরিক কর্ণার এর একটি সার্ভিস হলো ডিজিটাল লেন্ড রেকর্ড ।

মৌজা ম্যাপ কি এবং কেন

বাংলাদেশের সমস্ত ভূমি কোনা না কোনো মৌজার অধিনে রয়েছে। এবং প্রতিটি মৌজার আলাদা জে.এল নাম্বার ও নাম রয়েছে। মৌজা গুলোর রয়েছে সীমানা । রয়েছে নির্দিষ্ট কিছু দাগ ও খতিয়ান। এই সব মৌজা, দাগ-খতিয়ান দ্বারা চিহ্নিত করা হয় প্রতিটি ভূমি। আর এসব মৌজার রয়েছে নির্ধারীত ম্যাপ বা নকশা। নাগরিক কর্ণার এর আরো একটি সেবা হলো মৌজা ম্যাপ হলো নির্দিষ্ট একটি নকশা, যা অবিকল মানচিত্রের মত দেখায়।

উত্তরাধিকার অ্যাপ কি এবং কেন

এই সেকশনে, উত্তরাধিকার অ্যাপ সম্পর্কে বিষদ বিষয় জেনে নিতে পারবো। উত্তরাধিকার নিয়ে আমাদের সাইটে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উত্তরাধিকার নিয়ে আরো পড়ুন। ভূমির মালিকার ক্ষেত্রে একটি গুরুত্বপূন্য বিষয় হলো এটি। তাই আমাদের এ বিষয় জানা দরকার। বাংলাদেশ সরকারের অধিনে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি সেবার মাধ্যমে উত্তরাধিকার অ্যাপ তৈরি করেছে। যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার সম্পত্তির হিসাব বা ভাগ-বন্টন করতে পারেন।

আরো পড়ুন- উত্তরাধিকার কিভাবে হিসাব করবেন

হট লাইন নাম্বার ( ১৬১২২ ) এর কাজ কি

হট লাইন নাম্বার (১৬১২২) এর অনেক কাজ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূণ্য কিছু বিষয় নিয়ে আলোচনা কররো। মূলত অনলাইনে যারা ভূমি সেব গ্রহন করতে অক্ষম বা ভূমির কোনো তথ্য জানতে ই”ছুক, তাদের জন্য এই হট লাইন সেব চালু করেছে ভূমি মন্ত্রণালয়। তাই আপনিও চাইলে সরাসরি কল করে জেনে নিতে পারেন ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য। অথবা আপনি ভূমি হট লাইনে কল করে সে কোনো সেবা নিতে পারেন মুহুর্তের মধ্যে।

মূলকথা

নাগরিক কর্ণার মূলত নাগরিক সেবার একটি অংশ। যাতে করে যে কোন ভূমি মালিক ঘরে বসে তার যে কোনো সুবিধা ভোগ করতে পারে। সেট হতে পারে, ভূমি উন্নয়ন কর, ই নামজারি, ই পর্চা, খতিয়ান অনুসন্ধান, মৌজা ম্যাপ কিংবা উত্তরাধিকার হিসাব। আপনি যে কোনো সেবা নিতে পারবেন এই নাগরিক কর্নার থেকে।

প্রশ্ন উত্তর

  • নাগরিক কর্ণার কাদের জন্য ? উত্তর:-বাংলাদেশের সকল নাগরিকের জন্য।
  • নাগরি কর্নারে কি কি সুবিধা পাওয়া যায় ? উত্তর- উপরে উল্লেখিত সকল সুবিধা আপনি পাবেন।
  • উত্তরধিকার অ্যাপ এর হিসাব কি সঠিক ? উত্তর- হ্যা উত্তরাধিকর অ্যাপ এর হিসবা সঠিক।
  • ই নাম জারির আবেদন কি ভাবে করবো ? উত্তর- আমাদের সাইটি কি ভাবে নামজারির আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে।
  • ডিজিটাল লেন্ড রেকর্ড কি ? উত্তর- এটি হচ্ছে ই-খতিয়ান বা পর্চা সহ এরকম কিছু ই-সেবা।

সর্বপরি, নাগরিক কর্ণার Nagorik Kornar (নাগরিক সেবা ) এর কাজ কি লেখাটি পড়ে আপনি ঘরে বসে অনলাইনে জমি সংক্রান্ত বিষয়াদির আবেদন করতে পারবেন।

Scroll to Top