কম্পিউটার কি ? কম্পিউটার এর প্রয়োজনীয়তা সহ বিস্তারিত

কম্পিউটার কি এর প্রয়োজনীয়তা সহ বিস্তারিত আমাদের জানা প্রয়োজন। তাই আজ আমারা এ বিষয়ে জানার চেষ্টা করবো।স্মার্ট বাংলাদেশ বলুন কিংবা ডিজিটাল বাংলাদেশ। আধুনিকতার এই যুগে আমাদের নিত্যদিনের সঙ্গী কম্পিউটার। ই-মেইল থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং সহ বর্তমানে প্রায় সকল কাজেই কমম্পিউটার ব্যবহার হয়।

কম্পিউটার কি

আলোচিত কম্পিউটার হলো এক ধরনের আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র, যা গণনার কাজে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান সময়ে তা আর গণনা কাজে সিমাবন্ধ নয়। স্মার্ট বাংলাদেশে কোনো কাজ কম্পিউটার ছাড়া কল্পনা করা অসম্ভব প্রায়। সুতরাং কম্পিউটার কি এই প্রশ্নের উত্তরে এখন আর আগের সজ্ঞা গ্রহণযোগ্র নয় বলে আমি মনে করি। আমার মতে কম্পিউটার এর সজ্ঞা হবে এমন। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা দ্ধারা বর্তমানে প্রায় সকল কাজ করা হয়।

কম্পিউটার কয় প্রকার

আধুনিক যন্ত্র কম্পিউটার আট প্রকার ।

  • এনালগ কম্পিউটার
  • ডিজিটাল কম্পিউটার
  • হাইব্রিড কম্পিউটার
  • মেইনফ্রেম কম্পিউটার
  • মিনি কম্পিউটার
  • মাইক্রো কম্পিউটার
  • সুপার কম্পিউটার
  • ট্যাবলেট কম্পিউটার

এনালগ কম্পিউটার

এনালগ কম্পিউটার হলো এমন কম্পিউটার যা পরিবর্তনশীল এবং বিদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। তাপ, ছাপ, গতি, দৈর্ঘ ইত্যাদি পরিমাপ করা হয় তকে এনালগ কম্পিউটার বলা হয়। এনালগ কম্পিউটার বহু আগে আবিষ্কার হয়েছে। আর তখন থেকেই কম্পিউটার আমাদের জীবনের সাথে মিশতে শুরু করে, বর্তমানে কম্পিউটার ছাড়া আমাদের জীবন অনকটা কষ্ট দায়ক মনে হবে।

আরো পড়ুন : ভোটার আইডি কার্ড চেক কররেন কি ভাবে

ডিজিটাল কম্পিউটার

ডিজিটাল কম্পিউটার হলো বাইনারি পদ্ধতি অনুসরকারি এইটি কম্পিউটার । এই কম্পিউটার বাইনারিকে অনুস্মরণকরে চলে। আর এই কম্পিউটার বাইনারি বা ডিজিটাল পদ্ধতি অনুস্মরণ করে চলার ফলে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। এই ডিভাইজের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ডিজিটাল কম্পিউটার এর অত্যাধনিক ভার্সন বাজারে রয়েছে। আমার সে বিষয়ে আরো জানবো। আমাদের সাথেই থাকুন।

হাইব্রিড কম্পিউটার

এনালগ এবং ডিজিটাল কম্পিউটার এর সমন্বয় হলো হাইব্রিড কম্পিউটার। মানে একি কম্পিউটারে ডিজিটাল ও এনালগ সার্বিস পাওয়া যায় এমন কম্পিউটার।

মেনইফ্রেম কম্পিউটার

যে কম্পিউটারে একি সাথে অনেক গুলো কাজ করা হয়, যেমন শুমারি, শিল্প ও পরিসংখ্যা , ক্রেতা এসব প্রাতিষ্ঠানে হিসাব এক সাথে করা যায়। এমন কম্পিউটারকে মেইনফ্রেম কম্পিউটার বলা হয়। মূলকথা মেইনফ্রেন হলো বড় বড় কোম্পানী বা প্রতিষ্ঠানে ব্যবহৃত কম্পিউটার যেখানে এক সাথে অনেকেই কাজ করে থাকেন।

মিনি কম্পিউটার

বর্তমানে এই কম্পিউটারটিকে মধ্য সারির কম্পিউটার হিসেবে ধরা হয়। মাইক্রো ও মেইনফ্রেম কম্পিউটার এর মাঝামাঝি অবস্থানরত ডিভাইজ কে বলা হয়ে থাকে মিনি কম্পিউটার।

মাইক্রো কম্পিউটার

মাইক্রো কম্পিউটার হলো বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি। মানে বর্তমানে সব চাইতে বেশি ব্যবহৃত কম্পিউটারের নাম হলো মাইক্রো কম্পিউটার। যার একটি সেন্ট্রাল প্রসেসর ইউনিট বা সি পি ইউ রয়েছে। মেমোরি ইনপুট আউটপুট সব কিছুই রয়েছে।

সুপার কম্পিউটার

একটি সাধারণ কম্পিউটারের থেকে অনেক গুন বেশি কার্য ক্ষমতা থেকে থাকে একটি সুপার কম্পিউটারে। সুপার কম্পিউটার মিনিটি হাজার কমান্ড গ্রহণ করে কাজ করতে পারে। সাধারণত সুপার কম্পিউটার ব্যবহার হয় বিভিন্ন গবেশানাগারে।

ট্যাবলেট কম্পিউটার

ট্যাবলেট কম্পিউটার আমারা প্রায় সময় ট্যাব বলে থাকি । সাধারনত ট্যাবলেট কম্পিউটারে মাউস কী বোর্ড ছাড়া স্ক্রীন টাচ করেও পরিচালনা করা যায়। আমরা অনেকেই এই কম্পিউটারকে ট্যাবলেট মোবাইলো বলে থাকে।

আরো পড়ুন

ইতিকথা

পরিশেষে বলা যায় যে, বর্তমানে কোনো না কোনো ভাবে আমারা কম্পিউটার ব্যবহার করছি। কেউ সুপার কম্পিউটার আবার কেউ কেউ ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব। মূলত আমরা কম্পিউটার করছি। আগামীতে আমাদের আরো বেশি এসব যন্ত্রাংশের উপর নির্ভশীল হতে হবে। তাই আমরা এ বিষয়ে আরো ভালো করে জানা ও বুঝা প্রয়োজন।

Scroll to Top