ভোটার আইডি কার্ড চেক করুন কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে

ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড যাই বলেন। এটি গুরত্বপূন্য কার্ড। কারণ এটা আমার পরিচয় বহন করে। তাই আপনাকে চেক করে দেখতে হবে আমার কাছে থাকা ভোটা আইডি আসল নাকি ভুয়া। আর এই বিষয় বর্তমান প্রযুক্তি একবারেই সহজ করে দিয়েছে। আবার একই প্রযুক্ত ব্যবহার করে অনেকেই নকল কার্ড বানিয়ে নিচ্ছে। তাই আপনার কার্ড চেক করা জরুরী। আজকে আমরা শিখবো কিভাবে এন আইডি চেক করবো।

ভোটার আইডি কার্ড চেক করবো কেন

আমরা চেক করার আগে জেনে নেয়া ভালো কেনো চেক করতে হবে। কারণ যদি আমার সেটা না বুঝি তবে চেক করা আর না করা দুটিই আমাদের জন্য সমান হবে। তাই আমার প্রথমে কেন চেক করবো, কি প্রয়োজন এন আইডি চেক করা। এর প্রয়োজনীয়তা হালকা ভাবে জেনে নেই।

১। নকল কিনা জানার জন্য

বর্তমানে উন্নত টেকনোলজি ব্যবহার করে হুবহু এনআইডি কার্ড তৈরি করে ফেলা হয়। যার কারনে আসল আর নকল তফাত করা যায় না। তাই আমাদের ভোটার আইডি অনলাইনে চেক করা প্রয়োজন।

২। আমাদের সকল তথ্য ঠিকঠাক মতে অনলাইনে আছে কিনা জানার জন্য

যদি কেই ভূয়া কার্ড তৈরি করে দেয় অথবা আমাদের কার্ডের কোনো জায়গায় নাম ঠিকানা ভূল হয়ে থাকে তবে অনলাইনে চেক এর মাধ্যমে আমার সেটা পবির্তন করে নিতে পারি।

৩। ভিবিন্ন স্মার্ট সেবা গ্রহণ করার ক্ষেত্রে

নানান স্মার্ট সেবা গ্রহন করার সময় এখন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তখন যদি আপনার কার্ড অনলাইনে না থাকে তবে আপনি সে সেবা গ্রহণ করতে পারবেন না।
তাই আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে শিখাবো কিভাবে আপনি ঘরে বসেই কোনো খরছ ছাড়াই আপনার এনআইডি চেক করবেন।

আইডি কার্ড চেক করতে কি কি লাগবে

ভোটার আইডি কার্ড চেক করার আগে জানতে হবে কি কি লাগে। তাই আমাদের প্রথমে সেবিষয় জানা দরকার। ভয়ের কোনো কারণ নেই । তেমন কিছু লাগেনা, যদি আপনার হাতে মূল আইডি কার্ড বা কার্ডের ছায়া কপি যেকোনো একটি থাকে তবে আপনি সেটা চেক কররে নিতে পারবেন। নিছে ধারাবাহিক এ বিষয় আলোকপাত করা হলো।

আরো পড়ুন নামজারি আবেদন কি ভাবে চেক করবেন

১। ভোটার আইডি বা এই আইডি নাম্বার

ভোটার আইডি কার্ড চেক করার জন্য, প্রথমেই আপনাকে আমার এনআইডি নাম্বার দিতে হবে। মানে দশ ডিডিজেটর যে সংখ্যাটি দেয়া আছে সেটা হুবহু টাইপ করতে হবে।

২। জন্ম তারিখ

যদি আপনি ঠিক ঠাক মতো এনিআইডি টাইপ করে ফেলেন তবে এবার আপানার কার্ডে থাকা জন্ম তারিখটি সঠিক করে লিখতে হবে। দিন তারিখ মাস এবং বছর ধারাবাহিক লিখতে হবে।
যদি এই দুটি বিষয় আপনার কাছে থাকে তবে এনআইডি বা ভোটার আইডি কার্ড হাতে না থাকলেও আপনি সেটা অনলাইনে চেক করতে পারবেন। চলুন এবার শিখা যাক কিভাবে চেক করতে হয়।

ধাপ-১ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমেই আপনাকে নির্বাচন কমিশনের ওয়েব সাইটি ভিজিট করতে হবে। এবং এনআইডি সার্বিসে কিল্ক করতে হবে। তখন আপনাকে পরবর্তীধাপে নিয়ে যাওয়া হবে।

ধাপ-২

দ্বিতীয় ধাপে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন ভোটার আইডি কার্ড নাম্বার, অথবা ভোটার স্লিপের কপিনা ম্বার । মানে আপনি যখন ভোটার হওয়ার জন্য গিয়েছিলেন তখন আপনাকে যে স্লিপ দেয়া হয়েছে সেটার নাম্বার। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ। তারপর নিচে দেয়া যেক্যাপচা আসবে সেটা দিয়ে চেক অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৩

তৃত্বীয় ধাপে আসার পর বাকি বিষয়গুলো আপনি ভালো করে দেখুন পড়ুন । যদি সব ঠিক থাকে তবে আপনি সেটা দেখতে পারবেন। আর যদি আপনার কোনো তথ্য ভূল হয় তবে আপনি সেটা সংশোধন এর জন্য আবেদন করতে পারবেন।

এন আইডি বা জাতীয় পরিচয় পত্র চেক করুন

ইতিকথা

মোবারকবাদ এই সাইটে ভিজিট করার জন্য। আর্টিকেলটি আপনার কেমন লাগলো কমেন্ট করি জানান। যদি আপনার কাজে আসে তবে অন্যকে শেয়ার করুন। লিখার বাইরে কিছু জানতে চাইলে কমেন্ট করুন। আরো জানতে আমাদের ফেইজবুকে ফলো করুন। ভালো থাকুন সুস্থ থাকুন। আবার কথা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে।

জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

পুরাতন ভোটার আইডি কার্ড কিভাবে চেক করবো?
উত্তর:- আপনি এতক্ষন যে আর্টিকেল পড়লেন সেই নিয়মে নতুন পুড়াতন সকল কার্ড চেক করা হয়।

কোন সাইটে গিয়ে এন আইডি চেক করবো ?
উত্তর: উপরে আর্টিকেলে দেয়া নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে চেক করবেন।

এন আইডি চেক করতে কিকি লাগবে?
উত্তর: আপনি যে কার্ড চেক করতে চান শুধু মাত্র সেই কার্ডটি আপনার হাতে থাকলেই হবে।

ভোটার আইডি না থাকলে কিভাবে চেক করবো ?
উত্তর:- যদি ভোটার আইডি না থাকে তবে ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন।

Scroll to Top