পুরাতন দলিল বের করুন  আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে

পুরাতন দলিল বের করুন  আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে । নতুন ভূমি আইন ২০২৩ দলিল যার ভূমি তার । তার মানে আপনার যদি দলিল থাকে তবে আপনি জমির মালিক হতে পারবেন। এখন কথা হলো অনেক আগের দলিল ঘরে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা এখন কি করা যায়।না পাওয়া গেলে জমির মালিক হওয়া সম্ভব নয়। ঘরে দলিল নাই, কোথায় খুজে পাই। যদি আপনি এমন চিন্তায় থাকেন তবে এই লিখাটি আপনার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক্। আজকে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

তল্লাশির জন্য কি কি লাগবে

পুরাতন দলিল খোঁজা খোঁজি যেহেতু শুরু করবেন তার আগে কিছু বিষয় জানা জরুরী। কারণ আপনি যদি জায়গা মতো না খোঁজেন তবে সারা জীবন খোঁজেও পাবেন না। তাই আপনাকে সঠিক নিয়মে সঠিক জায়গায় খোঁজতে হবে।পুরাতন দলিল বের করুন  আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে

দলিল তল্লাশির জন্য আপনার যা লাগবে তা হলো জমির খতিয়ান নাম্বার, জমির দাগ নাম্বার, মৌজার নাম এবং দলিলেল তারিখ। এর যে কোনো একটা ফলো করে আপনি দলিল তালাশ বা তল্লাশি করতে পারেন।

দাগ খতিয়ান বা মৌজার নাম কোথায় পাবো

যদি আপনার মাথায় এমন প্রশ্ন আসে দাগ খতিয়ান বা মৌজার নাম আমি কোথায় পাবো। তবে বলে রাখি এতো চিন্তা ভাবনার প্রয়োজন নাই, সব কিছু্ই আপনার হাতে থাকার মোবাইল দিয়েই করতে পারবেন। অথবা আপনি আপনার ভোটার আইডি কার্ড এর পিচনে দেখলেই মৌজার নাম পেয়ে যাবেন ।

যদি সেখানে না পান তবে আপনি স্থানীয় একজন মোহরীকে জিজ্ঞাস করে নিতে পারেন। মৌজার নাম দাগ আর এই মৌজার নাম এর দাগ পেয়ে গেলেই আপনি বাকী কাজ নিজেই করে নিতে পারেন।

খতিয়ান দেখুন এখানে

মোবাইল ফোন দিয়ে দলিল তল্লাশি

পুরাতন দলিল বের করুন  আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আপনি যদি ভেবে থাকেন আপনার মোবাইল দিয়ে ঘরে বসে দলিল তল্লাশি করবেন। তবে আমি আপনাকে বলবো দুঃখিত আপনি ভূল ভাবছেন। কারণ বাংলাদেশে এই নিয়ম এখনো চালু হয় নাই। তবে হ্যা স্মার্ট ভূমি সেবায় আগামীতে ঘরে বসে  এই কাজ করা যেতে পারে।  কারণ বর্তমানে ভূমির অনেক কাজ ঘরে বসে হাতে থাকা মোবাইল দিয়ে করা যাচ্ছে।  আর হ্যা যেহুতু আপনি দলিল খোজতে আসছেন আমি আপনাকে একে বারে নিরাশ হতে দেবো না।

কি ভাবে তাল্লশি করবে কোথায় করবেন

আমি আবার আপনাকে বলছি আপনি যতই ইন্টারনেটে খোজেন আপনার দলিল পাবেন না। তাই আপনি অফলাইনে যাওয়ার চিন্তা করেন। আর যাওয়ার আগে এই বিষয় গুলো জেনে যান আপনার উপকারে আসবে।

দলিল তল্লাশি করুন

দলিল তল্লাশির জন্য সোজা আপনি আপনার নিকটস্থ সাবরেজিষ্টার অফিসে যান, আর সেখানে আপনি আপনার দলিলের নাম্বার, সন/সাল , মৌজার নাম, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার অথবা ক্রেতা বিত্রেতার নাম দিয়ে সেখানে তালাশ করতে পারেন। যদি না পান তবে তারা আপনাকে কোথায় গেলে কিভাবে গেলে পাবেন। সেটা ভালো ভাবে শিখিয়ে দেবে।

দাগ খতিয়ান কি অনলাইনে পাওয়া যাবে

আপনি যদি চান অনলাইনে খতিয়ান বা দাগ খোঁজে বের করতে । তবে সেটা পারবেন, সে ক্ষেত্রে আপনার সঠিক তথ্য জানা থাকতে হবে। মানে মৌজার নাম, দাগ নাম্বার , খতিয়ান নাম্বার বা মালিকের সঠিক নাম। এই বিষয়গুলো থাকলে আপনি অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কার্য সম্পাদন করতে পারবেন।

ইতিকথা

পরিশেষে বলা যায় যে দলিল তল্লাশি হাতে থাকা মোবাইল দিয়ে বর্তমানে সম্ভব না। তবে আগামী স্মার্ট ভূমি সেবার সাহায্যে আমারা হয়তো দলিল তল্লাশির বিষয়টাও হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবো।

আরো পড়ুন

 প্রশ্ন জিজ্ঞাসা

  • অনলাইনে কি দলিল তল্লাশি করা যায়
  • উত্তর – না অনলাইনে দলিল তল্লাশি করা সম্ভব নয়
  • জমির খতিয়ান কি অনলাইন থেকে সংগ্রহ করা যাবে
  • উত্তর – হ্যা জমির খতিয়ান অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন
  • ভূমি উন্নয়ন কর কি ভাবে দিবো
  • উত্তর- ldtax.gov.bd এই লিংক থেকে দিতে পারবেন
  • পর্চা ডাউলোড কি ভাবে করবো
  • উত্তর – landinfobd এর মেনুবার থেকে দেখে নিন
Scroll to Top