নাগরিক নিবন্ধন করুন একদম ফ্রি

নাগরিক নিবন্ধন ছাড়া কোনো ভাবেই অনলাইনে খাজনা দিতে পারবেন না। এখন যদি আপনি সেটা না পারেন, তবে আপনারকে গুনতে হবে টাকা। কারণ কোনো কম্পিউটারের দোকানে যদি আপনি  নাগরিক নিবন্ধন করতে চান। তাহলে তারা সার্ভিস চার্জ হিসাবে ১৫০-৩০০ টাকাও চাইতে পারে।

তাই আজকে শিখবেন একদম ফ্রি নিবন্ধন করবেন কি ভাবে। পুরো আর্টিক্যাল মনোযোগ দিয়ে পড়ুন । এবং আপনি নিজেই করুন আপনার নাগরিক একাউন্ট একদম ফ্রি।

কি কি লাগবে নাগরিক নিবন্ধন করতে

অনলাইনে খাজনা দেয়ার জন্য নাগরিক একাউন্ট খুলতে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই।  লাগবে আপনার নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত একটি সিমকার্ড। একাউন্ট ভেরিফিকেশন করার জন্য লাগবে আপনার ভোটার আইডি কার্ড। এই দুইটি জিনিস থাকলে আপনি শুরু করতে পারেন।

কি ভাবে নাগরিক নিবন্ধন করবে

ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য, আপনাকে নিচের ধাপ গুলোকে অনুস্মরণ করতে হবে। তাই নিচের ধাপ গুলো মনোযোগ দিয়ে পড়ুন। এবং আপনি নিবন্ধন কাজ শুরু করুন।

আরো পড়ুন-কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন

নাগরিক নিবন্ধন প্রথম ধাপ

যদি আপনি ভোটার আইডি কার্ড আর নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত সিমকার্ড সাথে রাখেন, তবে কাজ শুরু করের। প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করেন। এবং সেখানে সার্চ বক্সে লিখন নাগরিক নিবন্ধন।  এবার দেখুন land gov bd এর সাইটে ভূমি উন্নয়ন কর লিখা একটি সাইট দেখাবে।

নাগরিক নিবন্ধন দ্বিতীয় ধাপ

এবার আপনি সেখানে ক্লিক করুন। সেখান থেকে নাগরিক কর্নার অপশনে করুন। যেহেতু আপনি ইতিপূর্বে নিবন্ধন করেন নাই। আপনি নাগরিক নিবন্ধন লিখা অপশনে যান। এবার আপনার মোবাইল নাম্বার দিন যে নম্বরটি আপনার নিজ নামে রেজিষ্ট্রেশন করা। এবং নিচের যোগ করুন এর সটিক যোগফল লিখুন। তারপর পরবর্তী পদক্ষেপ লিখায় চাপুন।

নিবন্ধন তৃতীয় ধাপ

আপনার  মোবাইলে আসা ওটিপি কোডটি লিখুন। তারপর যাচাই করুন লিখায় চাপেন। যদি ওটিপি না আসে তবে ডান দিকের রাউন এরো চিহ্নে চাপবেন। যদি ওটিপি সঠিক হয় তবে আপনাকে পাসওয়ার্ড অপশনে নিয়ে যাওয়া হবে। এবং আপনাকে পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে। আপনি আপনার পছন্দ মতো সর্বনিম্ন আট ডিজিটের একটি পাসওয়ার্ড  সেট করুন।

নিবন্ধন চতুর্থ ধাপ

একাউন্ট নিবন্ধন শেষ হলে আপনি লগইন অপশনে চলে যান। এবার আপনি আপনার মোবাইল নাম্বার দিন যে নাম্বার আপনি নিবন্ধন করার জন্য দিয়ে ছিলে। এবং আপনি আপনার দেয়া পাসওয়ার্ড লিখুন। যেটা আপনি নিবন্ধন করার সময় দিয়ে ছিলন। সর্বশেষ আপনি নিবন্ধন এর মতো এখানেও একটি যোগ করতে হবে। সঠিক যোগফল দিয়ে আপনি লগইন অপশনে ক্লিক করতে পারেন।

নাগরিক নিবন্ধন করুন

নাগরিক একাউন্ট ভেরিফিকেশন করুন

একাউন্ট নিবন্ধন শেষ করে । লগইন করে ফেলেছেন। যদি না করেন তবে লগইন করুন। এবার আপনার ভোটার আইডি কার্ড হাতে নেন। এবং আপনি সঠিক ভাবে এন আইডি নাম্বারটি লিখুন। এবং জন্ম তারিখ লিখুন  এন আইডি অনুযায়ী। এবার যাচাই করুন অপশনে ক্লিক করুন। যাচাই হয়ে গেলে প্রোফাইল অপশনে গিয়ে আপনার তথ্যগুলো দেখে নিতে পারবেন।

নাগরিক নিবন্ধন করার সময় ইতি মধ্যে নিবন্ধিত হলে কি করবো

যদি আপনাকে এরকম কোনো মেসেইজ প্রদান করা হয়। তবে আপনি  নাগরিক লগইন থেকে একদম নিছে পাসওয়ার্ড ভূলে গেছেন লিখার উপরে ক্লিক করুন। এবং যে নাম্বার নিবন্ধিত দেখানো হয়েছে সেই নাম্বারটি লিখুন। এবং পরবর্তী পদক্ষেপ অপশনে যান। আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে। এবং আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

এন আইডি ইতিমধ্যে বিদ্যমান আছে

যদি আপনাকে এই মেসেজ শো করা হয়। এন আইডি ইতি মধ্যে বিদ্যমান আছে। তবে আপনি জেনে রাখেন, কোনো না কোনো নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দ্ধারা, নাগরিক নিবন্ধন করা হয়েছে। এবার আপনি নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস থেকে এন আইডি কার্ড দ্বারা জানতে পারবেন কোন নাম্বার দ্ধারা নাগরিক নিবন্ধন করা হয়েছে।

খতিয়ানের আবেদন কি ভাবে করবো

একাউান্ট নিবন্ধন শেষ। লগইন করা হয়ে গেছে। এবার খতিয়ানের আবেদনের পালা। ডেশবোর্ড এবং প্রোফাইল এর পরেই রয়েছে খতিয়ান। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন নতুন খতিয়ান যুক্ত করুন অপশন চলে আসবে। তথ্য গুলো পূরণ করে, সংরক্ষন করুন বাটনে ক্লিক করলেই খতিয়ানের আবেদন হয়ে যাবে।

ইতিকথা

পরিশেষে বলা যায় যে, উপরের আলোচনা থেকে আপনি শিখে গেছেন কি ভাবে নাগরিক নিবন্ধন করতে হয়। ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য এখন আর কম্পিউটার এর দোকানে গিয়ে লাইনে দাড়াতে হবেনা। এবং টাকাও দিতে হবে না। খতিয়ানের আবেদন অনুমোদন হয়ে গেলে পরবর্তীতে হোল্ডিং অপশন থেকে আপনি খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।

যদি লিখাটি আপনার উপকারে আসে তবে শেয়ার করতে ভূলবেন না। নতুন নতুন সকল আপডেট পেতে আমাদের ফলো দিয়ে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের সোসাল মিডিয়ায় এড হতে পারেন। এবং আপনারা সমস্যা আমাদের বলতে পারে। আমাদের টিম আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।

Scroll to Top