খতিয়ান পর্চা উঠানো বা সংগ্রহ নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন থেকে আপনি এক ক্লিকে হাতে থাকা মোবাইল, কিংবা আপনার কম্পিউটার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এস এ বা আর এস কিংবা সি এস অথবা বি আর এস। যাই বলেন সকল পর্চা সংগ্রহ করার ঠিকানা একই। আজকে শিখবো কি ভাবে আমাদের কাঙ্গিত পর্চা সংগ্রহ করবো।
কি কি লাগবে খতিয়ান পর্চা উঠাতে
খতিয়ান গ্রহণ করতে যা লাগবে তার কোনো একটি কম হলে আপনি ব্যারত হবেন। আর্টিকেলে উল্লেখিত বিষয় গুলো মিস করা যাবেনা। নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলো। সরাসরি খতিয়ান সংগ্রহ করার জন্য নিচের খতিয়ান উঠান লিখার উপর ক্লিক করতে পারেন। আর যদি আপনি পুরোপুরি জানতে চান তবে মনোযোগ দিয়ে পড়ুন। এখানে অনেক ইনফরমেটিভ বিষয় রয়েছে। যা আপনার কাজে আসতে পারে।
ভোটার আইডি কার্ড
খতিয়ান পর্চা নিজে সংগ্রহ করার জন্য প্রথমেই লাগবে আপনার ভোটার আইডি কার্ড। কারন সঞ্চয় করার সময় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন । তাই আপনি পর্চা উঠাতে হলে ভোটার আইডি কার্ড সাথে রাখবেন।
আরো পড়ুন:-এস এ পর্চা কিভাবে উঠাবেন
মোবাইল নাম্বার এর ব্যবহার খতিয়ান পর্চা উঠাতে পারবেন
খতিয়ান ডাউলোড করার সময় আরেকটি গুরুত্বপূণ্য বিষয় মোবাইল নাম্বার। কারন আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার না দেন তবে আপনি নামিয়ে নিতে পারবেন না। তাই আপনি আপনার সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে নাম্বার দিবেন সেটা যেনো অন্য কোনো ভোটার আইডি কার্ডে ব্যবহৃত না হয়।
কিভাবে খতিয়ান পর্চা ডাউনলোড করবো
এস এ বা আর এস পর্চা কিংবা বি আর এস । সকল খতিয়ান বা পর্চা ডাউনলোড করার নিয়ম একই। প্রথমে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এবং সার্চ বক্সে লিখতে হবে খতিয়ান ডাউনলোড। এবার একদম উপরে ভূমি মন্ত্রণালয়েলর খতিয়ান ডাউনলোড করুন লেখার উপর ক্লিক করুন। এবার আপনি পরবর্তী ধাপ গুলো অতিক্রম করুন। আপনি চাইলে নিচের ডাউনলোড করুন অপশন থেকে ডাউনলোড করতে পারবেন।
খতিয়ান আর পর্চার মাঝে পার্থক্য কি
খতিয়ান আর পর্চার মাঝে খুব একটা পার্থক্য নাই। আছে শুধু বলার আর শোনার পার্থক্য । তবে বিষয়টা একই। খতিয়ান আর পর্চা হলো জমির মালিকানা নির্ণয়ের একটি নথি। যার মাধ্যমে জমির মালিক ও মালিকের অংশ এবং পরিমান দেখা হয়। জরিপ ভেদে পর্চা ভিন্ন হতে পারে।
মালিকের নাম দাগ নাম্বার ও খতিয়ান সঠিক ভাবে লিখুন
খতিয়ান পর্চা ডাউনলোড করার সময় অবশ্যই সঠিক ভাবে প্রতিটি তথ্য প্রদান করতে হবে। যেমন খতিয়ান নাম্বার, দাগ নাম্বার অথবা খতিয়ানের মালিকের নাম। যদি আপনি এই তথ্যগুলো সঠিক ভাবে না দিতে পারেন তবে আপনি সঠিক পর্চা পাবেন না।
শেষকথা
উপরে বর্ণিত আর্টিকেলটি যদি আপনি পুরোটা পড়ে থাকেন। তবে এখন আপনি খতিয়ান ডাউনলোড করতে পারেন। এই লিখাটি যদি আপনার উপকারে আশে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি ডাউনলোড করতে ব্যর্থ হোন। তবে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। অথবা আমাদের সোসাল মিডিয়ায় এড হতে পারেন। ভালো থাকেন সুস্থ থাকেন । দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে।
FAQ
- কি ভাবে খতিয়ান ডাউনলোড করবো ?
- উত্তর- খতিয়ান ডাউলোড করার জন্য লিংক উপরে দেয়া আছে । সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
- এস এ খতিয়ান কি ভাবে ডাউনলোড করবো ?
- উত্তর- সকল পর্চা ডাউনলোডের নিয়ম একই। শুধু পর্চার ধরণ সিলেক্ট করলেই হবে।
- আর এস পর্চা কি ?
- উত্তর- আর এস মানে হলো রিভিশনাল সার্ভে। মানে এস এ জরিপের পর যে জরিপ করা হয়েছে।