জন্ম নিবন্ধন যাচাই করতে হলে এখন আর ইউনিয়ন অফিসে যেতে হবেনা। আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন জন্ম নিবন্ধন। যেহেতু আপনি নিবন্ধন সনদ যাচাই লিখে সার্চ করেছেন তার মানে আপনি আপনার চেক করা প্রয়োজন। চিন্তার কোনো কারন নেই এখান থেকেই আপনি আপনার কাজ করে নিতে পারবেন। কি ভাবে যাচাই করবেন। কোথায় করবেন। কি কি লাগবে যাচাই করতে । সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আর্টিকেলে।
জন্ম নিবন্ধন কি
একটি শিশু জন্ম নেয়ার পরে সেই শিশুটির নাম সরকারের খাতায় তুলা। মানে জন্মের পর একটি শিশুর নাম সরকারি খাতায় তুলাকেই জন্ম নিবন্ধন বলে। আর এই জন্ম নিবন্ধন এর মাধ্যমে একটি শিশু জন্ম নেয়ার পর আইনগত ভাবে বিশ্বকে জানান দেয়ার একমাত্র মাধ্যম। তাই আমাদের উচিৎ হলো শিশু জন্ম নেয়ার পর তার নাম সরকারের খাতায় তুলা।
কিভাবে জন্ম নিবন্ধন এর আবেদন করবো
যদি আপনি নতুন করে জন্ম নিবন্ধন এর আবেদন করতে চান তবে সে বিষয়ে বিস্তারিত আমাদের সাইটে দেয়া আছে আপনি পড়ে নিতে পারেন। তবে জেনে রাখা ভালো আবেদন আর যাচাই করার প্রক্রিয়া একই নয়। দুটি ভিন্ন ভিন্ন বিষয়। আজকে আমরা আলোচনা করবো কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন । যদি আপনার একটি জন্ম নিবন্ধন থাকে তবে আপনি সেটা যাচাই করে নিতে পারেন সঠিক কিনা।
আরো পড়ুন- কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন
কিভাবে নিবন্ধন যাচাই করবো
আপনার যাচাই করবেন তার মানে আপনি জন্ম নিবন্ধন কার্ড রয়েছে। আপনি সেটা যাচাই করতে চাচ্ছেন। যদি আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হয় । তবে আপনার নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ জানা থাকতে হবে। যদি আপনার এই দুটি বিষয় থেকে থাকে তবে আপনি আপনার কাজ শুরু করতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক।
নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া
নিবন্ধন সনদ যাচাই করার প্রক্রিয়া ধারাবাহিক ভাবে বর্ণনা করা হলো। প্রতিটি ধাপ ভালো করে পড়ুন এবং বুঝুন। যদি কোনো একটি ধাপ আপনি মিস করেন তবে বিষয়টি বুঝতে পারবেন না।
প্রথম ধাপ- নিবন্ধন যাচাই সাইটে ভিজিট কর
প্রথম ধাপ হলো নির্ধারিত সাইটে ভিজিট করা। যদি আপনি সঠিক সাইট খোঁজে না পান তবে কোনো ভাবেই কাজটি সম্পন্ন করতে পারবেন না। তাই প্রথম কাজ হলো সাইটে ভিজিট করা। যাচাই করার জন্য এখানে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো একটি সাইট ওপেন হবে।
দ্বিতীয় ধাপ- নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান করুন
সাইটে ভিজিট করার পর দ্বিতীয় কাজ হলো ফরমে সঠিক তথ্য প্রদান করা। মানে উপরে ফরমটি দেখুন । এখানে Brith registration number এর জায়গায় আপনার নিবন্ধন কার্ড এর প্রথমে দেয়া সতের ডিজিটের নাম্বারটি দিতে হবে। এবং নিচে date of brith লিখুন। খেয়াল রাখতে হবে ফরমের নিয়মে ফিলাম করতে হবে। প্রথমে বছর তারপর মাস সব শেষে দিন উদাহরণ 2024-12-30 ঠিক এই ভাবে পূরণ করতে হবে।
৩য় ধাপ- ক্যাপচা পূরণ করা
প্রথমে দেয়া হলো নাম্বার তার পরে জন্ম তারিখ সব শেষ ক্যাপচা পূরন করতে হবে। মানে নিচে যে সংখ্যা যোগ করার জন্য দেয়া হবে। সেটার সঠিক যোগ ফল প্রদান করতে হবে। যদি যোগফল সঠিক না হয়ে তবে আপনি সার্চ করতে পারবেন না। কারণ সার্চ করলে বার বার ক্যাপচা পূরন করার জন্য বলা হবে। তাই ক্যাপনা পূরণ বাধ্যতা মূলক।
৪র্থ ধাপ- সার্চ বাটন
প্রথম দ্বিতীয় ও তিত্বীয় ধাপ শেষ করে ৪র্থ ধাপে এস নিচে সার্চ বাটনে ক্লিক করতে হবে। যদি উপরের কোনো একটি তথ্য পূরণ বাকি থাকে তবে সার্চ হবে না। অপরিপূর্ণ কলামটি পূরণ করার জন্য বলা হবে। সবকিছু ঠিক থাকলে নিচের ছবির মতো আপনার সকল তথ্য চলে আসবে।
৫ম ধাপ- জন্ম তথ্য অনুসন্ধান করুন
যদি আপনি যাচাই করার জন্য সকল তথ্য পূরণ করে নেন। তবে এখন অনুসন্ধান করা পালা। প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত ফরমের সকল ঘর ফিলাপ হয়ে গেলে আপনি সার্চ করতে পারেন। এর ধাপটিতে এসে ভালো করে দেখে নেবেন আপনার পূরণকৃত সকল তথ্য ঠিক আছে কিনা। কারণ প্রদানকৃত তথ্য যদি ভূল হয় বা সঠিক ন হয়। তবে জন্ম নিবন্ধনের তথ্য পদর্শীত হবে না।
যদি সকল ধাপ পূরণ করা পর আপনার তথ্য খোঁজে না পান। বা উপরের ছবির মতো না আসে। তবে বুঝে নিবেন আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা হয় নাই। মানে আপনার জন্ম নিবন্ধন যাচাই সফল হয়নি।
নিবন্ধন নাম্বার দিয়ে যাচাই
আপনার ঘরে থাকা জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে আছে কিনা তা যাচাই করা জন্য উপরে দেয়া লিংক থেকে খুব সহজে যাচাই করে নিতে পারেন। তার জন্য আপনার নিবন্ধন নাম্বার এবং নিবন্ধনে দেয়া জন্ম তারিখ লাগবে। এই দুটি জিনিস থাকলে আপনি যাচাই করতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে যাচাই
জন্ম তারিখ ছাড়া আপনি যাচাই করতে পারবেন না। নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ এই দুটির যেকোনো একটি ভূল হলে আপনি ব্যার্থ হবে। তাই আপনার কাছে সঠিক জন্ম তারিখ জানা থাকতে হবে।
যাচাই কপি ডাউনলোড
সকল তথ্য পূরণ করে সার্চ করা পর । উপরে দেয়া ৪র্থ ধাপের ছবির মতো করে আপনার সকর তথ্য পদর্শীত হবে। তবে ডাউনলোড অপশন পাবেন না। তারপর আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবেন।
চতুর্থ ধাপটি অনুস্মরণ করুন। সকল তথ্য ঠিকমতো দেয়ার পর যখন আপনার কার্ডের তথ্য দেখানো হবে। তখন দেখে নিবেন আপনার সকল ডাটা ঠিক আছে কিনা। দেখা হয়ে গেলে আপনি এটা চাইলেই প্রিন্ট দিতে পারেন। যদিও ডাউনলোড বা প্রিন্ট এর কোনো অপশন ওয়েব সাইটে নাই।
জন্ম নিবন্ধন যাচাই কপি কিভাবে ডাউলোড করবো
ডাউনলোড করান জন্য আপনি চতুর্থ ধাপটির মতো যখন আপনার তথ্য দেখানো হবে। মানে যাচাই কপি দেখার পর প্রিন্ট করে নিতে পারেন। তার জন্য আপনি আপনার কিবোর্ডে ctrl + P চাপুন। দেখবেন প্রিন্ট এর অপশন চলে আসবে। তখন প্রিন্টার এর জায়গায় প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করুন । আপিন শুধু পেপার আর প্রিন্টার সিলেক্ট করুন। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করুন।
এভাবে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন যাচাই এর কপি পিন্ট বা ডাউনলোড করে নিত পারেন।
জন্ম নিবন্ধন যাচাই করবো কেনো
- বর্তমানে প্রায় সকল কিছুই স্মার্ট বা ডিজিটাল প্রয়োজন হয়। আর ডিজিটাল মানেই অনলাইনে থাকতে হবে। তাই আপনার জন্ম নিবন্ধন অনলাইন কিনা সেটা যাচাই করর জন্য যাচাই করতে হবে।
- বর্তমানে এই ইন্টারনেটের জামানায় মানুষ ভিবিন্ন টুলস ব্যবহার করে ভূয়া কার্ড তৈরি করে ফেলে। আর আপনার কার্ড সঠিক আছে কিনা সেটা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করবেন।
- বর্তমানে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য জন্ম নিবন্ধন কার্ড লাগে। তাই নিজের জন্ম নিবন্ধন ঠিক আছে কিনা প্রথমে যাচাই করে নেয়া প্রয়োজন।
- আপনি যদি নতুন ভোটার হতে চান বা ভোটার আইডি কার্ড তৈরির জন্য আবেদন করতে চান। তবে আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে। আর যদি সেখানে কোন ভূল থাকে তবে সেটা আইডি কার্ডেও ভূল থাকবে। তাই আপনি প্রথমে জন্ম নিবন্ধন যাচাই করে নিত হবে।
উপরের কারণ গুলো ছাড়াও আরো ভিবিন্ন কাজে আপনার জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন পড়বে। আর বর্তমানে অনলাইন ছাড়া জন্ম নিবন্ধন কার্ড গ্রহণ করা হবে না।
জিজ্ঞাসীত প্রশ্ন উত্তর
পাঠকের জিজ্ঞাসীত কিছু প্রশ্ন ও তার উত্তর নিচে দেয়া হলো-
- কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবো ?
- উত্তর- উপরে এক থেকে পঞ্চম ধাপ পর্যন্ত পড়লে আপনি জন্ম তরিখ দিয়ে যাচাই করে নিতে পারবেন।
- নিজের নাম দিয়ে কি নিবন্ধন যাচাই করা যাবে ?
- উত্তর- হ্যা যাচাই করা যাবে। তবে সেক্ষে আপনাকে আপনা ইউনিয় বা পৌরসভা অফিসে যেতে হবে। আর সেখান থেকে আপনি আপনার নাম দিয়ে যাচাই করে নিতে পারবেন।
- জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কোন সাইটে ভিজিট করতে হবে ?
- উত্তর- সাইটের লিংক উপরে দেয়া আছে। https://everify.bdris.gov.bd/ এই লিংক থেকে আপনি যাচাই করতে পারবেন।
- কত টাকা ফি লাগে ?
- উত্তর- না কোনো ফি প্রদান করতে হয় না। একদম ফ্রি আপনি চেক করে নিতে পারবেন অনলাইন থেকে উপরে দেয়া লিংক থেকে।
- হেড অফিস কোথায় ?
- উত্তর- যদিও বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আবেদন করা যায় । চেক করা যায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। তারপরেও হে অফিস রয়েছে। হেড অফিসের ঠিকানা – ঢাকা 207 আগারগাঁওয়ের স্থানীয় সরকার বিভাগের ভবন।
ইতিকথা
পরিশেষে বলতে চাই আজকের এই আর্টিক্যাল থেকে আমারা শিখতে পারলাম কিভাবে জন্ম সনদ অনলাইন আছে কিনা যাচাই করবো। তাছাড়া আমারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও তার উত্তর জানতে পারলাম। আমরা আরো শিখলাম ধাপ অনুযায়ী কি ভাবে কোন কোন ধাপে কাজটি করতে হবে। তাছাড়া আমারা ওয়েব সাইটের লিংক সহ সকল বিষয় বিস্তারিত জানতে পারলাম।
যদি আমাদের এই লিখাটি আপনার কোনো উপকারে আসে । তবে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভূলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে আরো নতুন কোনো টপিক নিয়ে । আসসালামু আলাইকুম।