বি আর এস পর্চা বা প্রিন্ট পর্চা যাচাই করুন

বি আর এস বাংলদেশ রিভিশনাল সার্ভে। বর্তমান সময়ে যে খতিয়ান চুড়ান্ত হয়ে এসেছে । সেটাকে বি আর এস বলা হয়। কোন কোন অঞ্চলে এটাকে প্রিন্ট পর্চা বা চুড়ান্ত খতিয়ান বলা হয়।

আজকে আলোচনা হবে বি আর এস পর্চা বা চুড়ান্ত খতিয়ান নিয়ে। কিভাবে পাবেন কিভাবে যাচাই করবেন। কিভাবে সংগ্রহ করবেন। সকল বিষয় নিয়েই আলোচনা করা হবে। সুতরাং আজকের বিষয়টি গুরত্বপূন্য হতে যাচ্ছে। তাই মনোযোগ নিয়ে পড়ুন। আমি শুরু করলাম।

বি আর এস পর্চা কি

কথা শুরুর প্রারম্বেই এ বিষয়ে বলে এসেছি। তার পরেও আরো বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই আলোচনা করি পর্চা নিয়ে। পর্চা বা খতিয়ান হলো জমির মালিকানা নির্ণয়ের একটি ডকুমেন্ট। মানে জমির বর্তমানে কার নামে রেকর্ড আছে সেটা জানার জন্য পর্চা বা খতিয়ানের প্রয়োজন পড়বে।

এবার আসি বি আর এস নিয়ে বি একটি বর্ণ যার পূন্য রুপ হলো বাংলাদেশ আর একি ভাবে বর্ণ পূর্ণ রুপ রিভিশনাল সবশেষে এস মানে হলো সার্ভে। সব মিলিয়ে বাংলাদেশ রিভিশনাল সার্ভে।

এক কথায় বলতে পারেন বর্তমানে বাংলাদেশে যে খতিয়ান ব্যবহার করা হয় সেটাই হলো বি আর এস পর্চা বা প্রিন্ট পর্চা কিংবা চুড়ান্ত খতিয়ান।

কোথায় পাওয়া যাবে

স্মার্ট ভূমি সেবার ফলে বর্তমানে ভূমির প্রায় সকল কাজ অনলাইনেই হয়ে থাকে। তাই বলা যায় আপনি বেশির ভাগ সেবা অনলাইন থেকে নিতে হবে। আর আপনার কাঙ্গিত পর্চা টাও আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।

সি এস, এস.এ, আর.এস . বি এস. কিংবা বি. আর. এস সকল পর্চা এখন অনলাইন থেকে সংগ্রহ করা যায়। সকল পর্চার লিংক একই। আপনি শুধু সিলেক্ট করার সময় আপনার কাঙ্কিত পর্চার ধরণ সিলেক্ট করলেই হবে।

কি কি লাগবে

প্রথমে আপনাক ভূমি মন্ত্রণালয় এর সাইটে রেজিষ্টেশন করতে হবে। তার পর সেখানে আপনার ভোটার আইডি কার্ড যাচাই বা ভেরিফিকেশন করতে হবে। তার পর ভূমি রেকর্ড ম্যাপ থেকে আপনি বাকী নির্দেশনা মেনে সংগ্রহ বা যাচাই করে নিতে পারবেন।

আরো পড়ুন- কি ভাবে রেজিষ্টশন করতে হয়

তার জন্য লাগবে প্রথমে একটি মোবাইল নাম্বার, তার পর একটি ভোটার আইডি কার্ড। সাথে বিকাশে একাউন্ট থাকলে ভালো হয়। কারণ সংগ্রহ করতে হলে আপনাকে একশত টাকা পেমেন্ট করতে হবে ।

কিভাবে যাচাই বা সংগ্রহ করবো

প্রায় সকল খতিয়ান সংগ্রহ বা যাচাই প্রক্রিয়া প্রায় একই। শুধু মাত্র পর্চার ধরন সিলেক্ট করুন আর আপনার বিভাগ জেলা উপজেলা ঠিক মতো সিলেক্ট করুন।

প্রথমেই নিবন্ধন করুন। তার পর ভূমি রেকর্ড ম্যাপ অপশন থেকে আপনি আপনার কাঙ্গিত সেবাটি গ্রহণ করতে পারবেন।

বি আর এস পর্চা
ই পর্চা ডাউনলোড

বি.আর.এস এর আগে কি ছিলো

বর্তমান চুড়ান্ত খতিয়ানের পূর্বে ছিলো এস.এ (ষ্টেইট একুজিয়েশন) । মানে আমার যেটাকে ছাপ্পানের রেকর্ড বলি। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার মাধ্যমে যে রেকর্ড প্রস্তুত করা হয়েছিলো। বর্তমান পর্চা আসার আগ পর্যন্ত এস.এ পর্চা কার্যকর ছিলো।

এখনো সেই খতিয়ানের প্রয়োজন পরে। যদি জমির মালিকার ধারাবাহিকতা যাচাই করতে হয়। তাহলে আপনারেক এস এ পর্চার দারস্ত হতে হবে।

বর্তমানে অনলাইনে কোন কোন খতিয়ান পাওয়া যায়

বর্তমানে অনলাইনে আপনি তিনটি খতিয়ান পাবেন। যথাক্রমে আর.এস, এস.এ, বি.আর.এস । এই তিনটি খতিয়ান বর্তমানে অনলাইনে থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যদি আপনি কোনো রেকর্ড খুঁজেন তাহলে আপনাকে ফিজিক্যালি উপস্থিত হয়ে নিতে হবে।

খতিয়ান সংগ্রহ করুন

শেষকথা

সৃজনশীল সময়ে কথা না বাড়িয়ে এক কথায় বলা ভালো। যদি কোন পর্চা বা খতিয়ান সংগ্রহ করতে হয়, তাহলে আপনি প্রথমে নিবন্ধন বা রেজিষ্টশন করে নিতে হবে। আপনার এন আইডি বা ভোটার আইডি কার্ড যাচাই বা ভেরিফিকেশন করতে হবে।

যদি আপনি নিবন্ধন বা রেজিষ্টেশন না করেন তাহলে কাঙ্গিত সেবা পাবেন না। পরিশেষে বলি ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।

Scroll to Top