বর্তমানে খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে গেলে অনলাইন নিবন্ধন করতে হয়। আর অনলাইন নিবন্ধন এর সময় যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে পড়তে হয় ঝামেলায়।
আজকে আমি শিখাবো কিভাবে ভোটার আইডি কার্ড ছাড়াও আপনি খাজনা প্রদান করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
নিজের নামে খাজনার একাউন্ট নিবন্ধন করুন
যেহেতু অনলাইনে খাজনা দিতে হবে। তার মানে একটা একাউন্ট লাগবে। তাই আপনি নিজের ভোটার আইডি কার্ড দ্বারা একটি একাউন্ট নিবন্ধন কররে নিতে পারেন। যদি আপনার নিজের একাউন্ট থাকে তাহলে লগইন করুন।
এবার আপনি যদি উত্তরাধিকার হোন তাহলে উত্তরাধিকার সনদ সংগ্রহে রাখুন। আর যদি আপনি উত্তরাধিকার না হোন তাহলে নিচের নিয়ম ফলো করুন।
আরো পড়ুন কি লাগবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে
উত্তরাধিকার ছাড়া খাজনা প্রদান করুন
যেহেতু মালিকের ভোটার আইডি কার্ড নাই আপনি উত্তরাধিকর হিসাবে খাজনা প্রদান করতে পারতেন। কিন্তু মালিক জীবিত থাকায় কিংবা আপনি উত্তরাধিকার না হওয়ায় সেটা পারছেন না।
সমস্যা নেই । সেটারও সমাধান আছে। আপনি প্রতিনিধি হিসাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন। আর প্রতিনিধির প্রেমেন্ট করতে হলে উত্তরাধিকর সনদ বা ভোটার আইডি কার্ড দরকার পরবেনা।
প্রতিনিধি হিসাবে কিভাবে খাজনা প্রদান করবেন
প্রতিনিধি হিসাবে আইডি কার্ড ছাড়াও খাজনা প্রদান করার নিয়ম প্রায় একই। শুধু একটি জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে। প্রথমে নিজের একাউন্টে লগইন করুন। তার পর সেবা সমূহ থেকে ভূমি উন্নয়ন কর নিবন্ধন করুন। এবার নিচের দিকে খেয়াল করুন। প্রতিনিধির পেমেন্ট অপশনে ক্লিক করুন।
আইডি কার্ড ছাড়া খাজনা দেয়ার এটাই একমাত্র মাধ্যম। আপনি বাকি বিষয় গুলো ফিলাপ করুন। সব শেষে পেমেন্ট এর জন্য অনুরোধ করুন।
আইডি কার্ড ছাড়া খাজনা প্রদান এর শেষ ধাপ
পেমেন্ট অনুরোধ করার পর আপনার কাজ হলো অনুমোতি নেয়া। মানে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে অনুমতি প্রদান করতে হবে। আইডি কার্ড ছাড়া খাজনা প্রদান এর সময় প্রথমে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে।
সেটা হলো আপনি যে হোল্ডিং বা খতিয়ানের খাজনা দিবেন সেটা অনলাইনে এন্ট্রি করিয়ে নিতে হবে। যদি এন্ট্রি দেয়া থাকে তাহলে ওকে। এবার আপনি প্রতিনিধি হিসাবে খাজনা প্রদান করতে পারেন

শেষকথা
এন আইডি কার্ড ছাড়া খাজনা প্রদান শুধু তখন করবেন যখন আপনার ভোটার আইডি কার্ড থাকবে না। অন্যতায় আপনি ইচ্ছা করে এই কাজ করবেন না। কারণ সরকার এই সার্ভিস আপনার সুবিধার জন্য চালু করেছে।
যদি আপনি সেটা ইচ্ছা করে না করেন তাহলে আপনি ঝামেলায় পড়বেন। আরো জানতে চাইলে কল করুন 16122 এর নাম্বারে।