SA RS CS BS কি ? জেনে নিন এক সাথে সকল জরিপ বিস্তারিত

আজকে আমরা জানবো SA RS CS PS BS এই পর্চা গুলো কি। আমরা বেশির ভাগ সময় দুটি পর্চার নাম বেশি শুনেছি। একটি হলো এস এ আর অন্যটি হলো আর এস। আর বর্তমানে আরেটি পর্চার সাথে আমরা পরিচিত হয়েছি। সেটা হলো বি আর এস। এগুলো ছাড়াও আরো কিছু পর্চা বা রেকর্ড রয়েছে। যে গুলোর নাম হয়তো আমরা অনেকেই শুনিনি। আজ বাংলাদেশের সকল পর্চা নিয়ে আলোচনা হবে।

কোন পর্চা কোথায় পাওয়া যাবে, কোন খতিয়ানের গুরুত্ব কতটুকু সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সিএস খতিয়ান বা জরিপ (Cadsdtral Survey) CS

“সিএস” খতিয়ান বা জরিপ হলো Cadsdtral Survey এর  সংক্ষিপ্ত রুপ। যা ভারত মহাদেশের প্রথম জরিপ নামে পরিচিত। ভূমি মন্ত্রণালয় এর তথ্য অনুসারে ১৮৮৭ – ১৯৪০ সনের মধ্যে এই জরিপ পরিচালিত হয়েছিলো। ১৮৮৫ ইং সনে উক্ত জরিপ বঙ্গীয় প্রজাতন্ত্র আইন এর দশম পরিচ্ছেদ অনুসারে সিলেট এবং পার্বত্য জেলা ছাড়া প্রায় সারা দেশে পরিচারিত হয়েছিলো। SA RS CS PS BS এর একটি সি এস।

৭০ সিটের এর জরিরেপ মাধ্যমে মৌজা নকশা প্রস্তত করা হয়। এবং প্রত্যেক মালিকের হাতে তাদের মৌজা ম্যাপ, জমির দাগ, আয়তন, শ্রেণি এবং দাগে জমির অংশ সহ মোট জমির পরিমান উল্লেখ পূর্বক সবার হাতে পৌছে দেয়া হয়।

যে কোনো খতিয়ান ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই জরিপ শুরু হয়ে ছিলো রামু থানা কক্সবাজার থেকে ১৮৮৮ সালে এবং ১৯৯০ সালে এসে দিনাজপুর জেলায় শেষ করা হয়। সিলেট জেলা জপির না হওয়ার কারণ ছিলো আসাম রাজ্যের অধীনে থাকা। পরবর্তীতে জরুর বিবেচনায় ১৯৩৬ ইং সনে সিলেট প্রজাস্বত্ব আইনের আওতায়১৯৫০ সালে শুরু হয় পরবর্তী রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০। সে জরিপ শেষ হয়ে ছিলো ১৯৬৩ ইং সনে।

সি এস জরিপের সময় তৈরীকৃত পর্চায় উপরিভাগে জমিদারগনের নাম দেয়া হতো। আর নিচে রায়ত বা দখলদারে নাম খতিয়ানের নিচে লিখা হতো। তখন সরকারের পক্ষে জমিদারগন জমির মালিক ছিলেন। এবং রায়ত বা প্রজারা শুধুমাত্র দখলকার হিসেবে ছিলেন।

আর এটাই ছিলো বাংলার প্রথম জরিপ। আর এই প্রথম জরিপ ছিলো নিকুত ও নির্ভযোগ্য যা এখনো গ্রহণীয় হয়ে আছে। জমির জটিলতা বা মামলায় এখনো সেই জরিপকে বেশি প্রাধান্য দেয়া হয়।

এস এ জরিপ ( State Acquisition Survey) SA

এস এ খতিয়ান হলো জমিরদারি প্রতা প্রতার শেষ সময়। ১৯৫০ ইং সনে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে জমিদারী অধিগ্রহণ আইন চালু হয়। এবং ১৯৫৬ সালে পুরো পূর্ববঙ্গে জমিদারী অধিগ্রহনের সিন্ধান্ত নেয় হয়। আর সেই জরিপকে এস এ বা ( State Acquisition Survey) SA খতিয়ান বলা হয়।

মুলত, এই জরিপ রায়ত বা প্রজাদের সরাসরি সরকাররে নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য এই সংক্ষিপ্ত জরিপ কার্য পরিচালনা করা হয়েছে। এর জরিপের মাধ্যমে জমিদারদের প্রদেয় ক্ষতিপূরণ তালিকা প্রনয়ন করা হয়। এই জরিপ পরিচালিত হয় ১৯৫৬ থেকে ১৯৬২ সন পর্যন্ত।

( State Acquisition Survey) SA এর সময় রেকর্ড এর কপি তিনটি করা হতো। তার একটি থাকতো জেলা রেকর্ড রুমে। অন্য একটি কপি সংরক্ষণ করা হতেো তহশিল অফিসে (ইউনিয়ন ভূমি অফিস) এবং অন্য আরকটি কপি পরিদর্শক উপজেলা রাজস্ব বা উপজেলা ভূমি অফিসে প্রদান করা হতো। SA RS CS PS BS দ্বিতীয় টি ‍এস এ।

আরো পড়ুন- এস এ খতিয়ান ডাউনলোড করবেন কিভাবে

পি এস জরিপ ( Pakistan Survey) PS

পি এস জরিপ বা ( Pakistan Survey) PS হলো এস এ জরিপের অন্য নাম। কারণ এই পিএস জরিপ ১৯৫৬ থেকে ১৯৬২ সন পর্যন্ত পরিচালিত হয়েছিলো। আর বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ১৯৭১ সনে।

আর এস জরিপ (Revisional Survey) RS

বিগত সিএস বা (Cadsdtral Survey) CS এর প্রায় ৫০ বছর পর এই জরিপ কার্য শুরু হয়েছিলো। কারন এই সুদীর্ঘ সময়ে জমির মালিকানার অনেক পবির্তন ঘটেছে। পবির্তন হয়েছে জমির পরিমাণ। এছাড়া পরিবর্তীত হয়েছে জমির শ্রেণি। পূর্বে যেখানে ছিলো কৃষি জমি এখন সেখানে বাড়ি। SA RS CS PS BS তৃতীয়।

আর এই সব বিষয় সরেজমিনে তদন্ত করা জন্য আয়োজন করা হয় নতুন জরিপের। আর সেই জরিপের নাম হলো আর এস বা (Revisional Survey) RS । যেহেতু জমিরদারদের দেয়া তথ্য অনুযায়ী আগের জরিপ খতিয়ান প্রস্তত করা হয়েছিলো । তাই সেখানে ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। আর সেই বিষয়টি সরেজমিনে দেখার জন্য আর এস জরিপ করা হয়।

বি এস ( Bangladesh Survey) BS

বর্তমানে স্মার্ট ভূমি সেবার আওতায় চালু হয়েছে নতুন সার্ভে। যার নাম দেয়া হয়েছে বি এস বা

( Bangladesh Survey) BS। এ জরিপটি সকল জেলা উপজেলায় এখনো হয়নি। শুধুমাত্র রাজধানী ঢাকা ও তার বাহিরে কিছু জায়গায় হয়েছে। এটাকে সিটি জরিপও বলতে পারেন।

বর্তমানে কোন পর্চা ধারা ভূমির কাজ পরিচালনা হয়

উপরে আমরা প্রায় সকল জরিপ এবং পর্চা সম্পর্কে জানতে পারলাম। এখন প্রশ্ন হলো বর্তমানে কোন খতিয়ান বা পর্চা দ্বারা ভূমির কার্য পরিচালনা করা হয়। বর্তমানে আর এস বা (Revisional Survey) RS

এর খতিয়ান দ্বারা ভূমির সকল কাজ পরিচালনা করা হচ্ছে। তবে উপরের জরিপ গুলো বাদ দেয়া যাবেনা। কারণ জমির মালিকানার ধারাবাহিকতা জানতে হলে উপরের SA RS CS BS এই পর্চা গুলো প্রয়োজন।

ইতিকথা

পরিশেষে বলা যায় যে, সকল জরিপ আমাদের জন্য প্রয়োজনীয়। কারণ প্রতিটা জপির করা হয়েছে্ এর আগের জরিপকে ফলো করে। কারণ বর্তমান মালিকের আগে মালিক কে ছিলো সেটা আগের জরিপে উল্লেখ করা আছে। জমির শ্রেণি কি ছিলো সেটা জানতে হলেও আপনাকে আগের SA RS CS BS জরিপের খতিয়ান দেখতে হবে।

আর্টিক্যালটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করতে ভূলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সূত্র

Scroll to Top